BJP

ধর্মঘটে দোকান খোলা, লজেন্স-চকোলেট দিল বিজেপি 

বামপন্থী-সহ কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলির ডাকা ধর্মঘটে দোকান খুলে রেখেছেন। তাই মনে কিছুটা ভয় ছিল সকাল থেকেই। তার মধ্যে দুপুরে আবার গেরুয়া নেতাদের আগমণ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২০ ০১:৩৬
Share:

চকোলেট বিলি। ঘাটালে। নিজস্ব চিত্র

কী ব্যাপার আবার কোনও গোলমাল হবে নাকি! জনা কয়েক বিজেপির নেতা-কর্মীকে এগিয়ে আসতে দেখে এমনটাই ভেবেছিলেন ঘাটালের কলেজ মোড়ের কয়েকজন দোকানদার।

Advertisement

বামপন্থী-সহ কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলির ডাকা ধর্মঘটে দোকান খুলে রেখেছেন। তাই মনে কিছুটা ভয় ছিল সকাল থেকেই। তার মধ্যে দুপুরে আবার গেরুয়া নেতাদের আগমণ। ফলে বেড়েছিল কী জানি কী হয় ভাবটা। আশঙ্কা নয়। দোকানিদের এ বার আশ্চর্য হওয়ার পালা। বিজেপি নেতারা দোকানদারদের হাতে ধরিয়ে দিলেন চকোলেট। কেন? ব্যাখ্যা করলেন বিজেপি নেতারাই। জানালেন, ধর্মঘট উপেক্ষা করে যাঁরা দোকান খুলে রেখেছেন, তাঁদেরকে সম্মান জানাতেই এই ক্ষুদ্র উপহার। বুধবার ঘাটাল শহরের কলেজ মোড়ে বিজেপির ঘাটাল বিধানসভা কমিটির পক্ষ থেকে এই চকোলেট বিতরণ কর্মসূচি হয়।

এ দিন ধর্মঘটে মোটের উপর ভালই সাড়া পড়েছিল। তা সত্ত্বেও শহরে কলেজ মোড়- সহ বিক্ষিপ্ত কিছু জায়গায় দোকানপাট খোলা ছিল। বেশ কিছু লরি, ছোট গাড়ি চলেছে। রাস্তায় নেমেছিল টোটোও। বিজেপির তরফ থেকে ঘাটাল শহরের কলেজ মোড়ে পথ চলতি সমস্ত মানুষ,গাড়ির চালক, দোকান মালিকদের হাতে চকোলেট ধরিয়ে দেওয়া হয়। বিজেপির ঘাটাল পূর্ব মণ্ডলের সভাপতি বিশ্বজিৎ জানা এবং ঘাটাল নগর মণ্ডল কমিটির সভাপতি অভিজিৎ অধিকারী-সহ বিজেপির অন্য নেতারা এই চকোলেট বিলি কর্মসূচিতে অংশ নেন। বিশ্বজিতের কথায়, “অন্য কিছু নয়। জনজীবন সচল রাখতে যাঁরা রাস্তায় নেমেছিলেন তাঁদের পাশে থাকার বার্তা দিতেই এই উদ্যোগ।”

Advertisement

দোকানদাররা তো বটেই। রাস্তায় বেরিয়ে চকোলেট পেয়ে পথচারীরাও খুশি। তাঁদের অনেকের কথায়, “বিরোধিতার এই পথটি মন্দ নয়। উপরি হিসাবে পেলাম চকোলেট। মন্দ কী!”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement