তৃণমূল সাংসদ দেবকে নিশানা করে পোস্টার বিজেপির। — নিজস্ব চিত্র।
তৃণমূল সাংসদ দীপক অধিকারী ওরফে দেবের ঘাটাল সফর নিয়ে কটাক্ষ করল বিজেপি। দেবের নাম করে দেওয়া হয়েছে পোস্টারও। সম্প্রতি একটি অনুষ্ঠানে গিয়ে দেবের নাম না করে আক্রমণ শানিয়েছিলেন খড়্গপুরের বিজেপি বিধায়ক তথা আর এক অভিনেতা হিরণ। ঘাটাল ডুবলেও দেখা মেলে না বলে মন্তব্য করেছিলেন তিনি। ঘটনাচক্রে সেই আক্রমণের পরই মঙ্গলবার দেবের ঘাটাল সফর। এই আক্রমণের জবাবে বিজেপি ‘কুৎসিত দল’ বলে পাল্টা তোপ দেগেছে তৃণমূল।
সম্প্রতি ঘাটালে কালীপুজো উপলক্ষে একটি অনুষ্ঠানে গিয়ে দেবকে কটাক্ষ করেন হিরণ। ঘাটাল ডুবে গেলেও ৮ বছর ধরে দেবকে এলাকায় দেখা যায়নি বলে অভিযোগ করেন তিনি। এ নিয়ে তৃণমূলের তরফে দলের জেলা কো-অর্ডিনেটর অজিত মাইতি পাল্টা কটাক্ষ করেন হিরণকে। স্টুডিয়োপাড়ায় হিরণকে কেউ না ডাকায় তিনি হীনম্নন্যতায় ভুগছেন বলে আক্রমণ শানান তিনি। একইসঙ্গে ঘাটালের সাংসদের প্রতিনিধি রামপদ মান্না জানিয়ে দেন, মঙ্গলবার এলাকার কলেজ এবং হাসপাতাল-সহ একাধিক জায়গায় প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন দেব। এই আবহে দেবের ঘাটাল সফরের আগে তাঁর নামে পোস্টার দিয়েছে বিজেপি। তাতে লেখা রয়েছে, ‘‘হিরণের খোঁচা খেয়ে মলদ্বীপ থেকে ঘাটালে আসছেন সাংসদ দেব।’’
পোস্টারে লেখা বার্তার রেশ টেনে ঘাটালের বিজেপি বিধায়ক শীতল কপাট বলেন, ‘‘খড়গপুরের বিধায়ক হিরন্ময় চট্টোপাধ্যায়কে ধন্যবাদ জানাই। উনি ঘাটালের সাংসদ দেববাবুকে মনে করিয়ে দিয়েছেন, ঘাটালবাসীর কথা। তাঁর কথায় উনি আজকে ছুটে আসছেন।’’
বিজেপি পোস্টার-রাজনীতি নিয়ে মুখ খুলেছেন তৃণমূলের অজিত। তাঁর কথায়, ‘‘ঘাটালে চরম নোংরামো করছে বিজেপি। দেব আসবে তাই আজকে আবার পোস্টার দিতে শুরু করে দিয়েছে। এ ছাড়া তাদের অন্য কোনও কাজ নেই?’’ তাঁর সংযোজন, ‘‘বিজেপি মানেই তাকে কুৎসিত হতে হবে! এ বার তৃণমূল পাল্টা করলে বিজেপি লেজ গুটিয়ে পালাবে। তখন চ্যানেলে চ্যানেলে বসে পড়বে সকলে। তৃণমূল ঘাটালে ধৈর্য ধরে আছে।’’