রোহিত শর্মাদের এগিয়েই রাখলেন বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান। —ফাইল চিত্র
ভারতের বিরুদ্ধে খেলতে নামার আগে রোহিত শর্মাদের এগিয়েই রাখলেন বাংলাদেশ অধিনায়ক শাকিব আল হাসান। বুধবার টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম বাংলাদেশ ম্যাচ। সেই ম্যাচের আগে বাংলাদেশ অধিনায়ক সবাইকে অবাক করে জানিয়ে দিলেন তাঁরা বিশ্বকাপ জেতার জন্য অস্ট্রেলিয়ায় আসেননি।
সুপার ১২ পর্বে বাংলাদেশ এখনও পর্যন্ত ৩টি ম্যাচ খেলেছে। এর মধ্যে দু’টি ম্যাচ জিতেছেন শাকিবরা। তাঁদের শেষ দু’টি ম্যাচ ভারত এবং পাকিস্তানের বিরুদ্ধে। বুধবার ভারতের বিরুদ্ধে নামার আগে শাকিব বলেন, “ভারত বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদার। ওরা এখানে বিশ্বকাপ জিততে এসেছে। আমরা এখানে বিশ্বকাপ জিততে আসিনি, দাবিদার বলেও কেউ মনে করছে না। আমরা পরিস্থিতি বুঝতে পারছি। ভারতকে যদি আমরা হারিয়ে দিই সেটা অঘটন হবে। নিজেদের সেরাটা খেলার চেষ্টা করব। যাতে অঘটন ঘটাতে পারি।”
বুধবারের ম্যাচের আগে ১১ বার ভারত এবং বাংলাদেশ একে অপরের বিরুদ্ধে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। এর মধ্যে বাংলাদেশ মাত্র এক বার জিততে পেরেছে। গত ৩ বছরে দুই দলের মধ্যেও কোনও টি-টোয়েন্টি ম্যাচ খেলা হয়নি। এশিয়া কাপে বাংলাদেশ সুপার ৪-এ উঠতে পারেনি। তাই সেখানেও ভারতের মুখোমুখি হতে হয়নি শাকিবদের।
রোহিতদের বিরুদ্ধে নামার আগে নিজেদের পিছিয়ে রাখছেন শাকিব। বাংলাদেশ অধিনায়কের মুখে শোনা গেল সূর্যকুমার যাদবের প্রশংসা। শাকিব বলেন, “সূর্য দুর্দান্ত খেলছে। শেষ এক বছরে ও যে ভাবে খেলেছে তাতে টি-টোয়েন্টি ক্রিকেটে সূর্যই এক নম্বর ব্যাটার। ভারতের দলে বেশ কিছু বিশ্বমানের ক্রিকেটার রয়েছে। তাদের দিকে নজর রাখতেই হবে। দলের বৈঠকে সেই সব নিয়ে আলোচনা হবে। জিততে হলে বেশ কিছু সেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের বিরুদ্ধে লড়তে হবে আমাদের।”
অ্যাডিলেডে বুধবার মুখোমুখি হবে ভারত এবং বাংলাদেশ। ভারতীয় সময় দুপুর ১:৩০ মিনিট থেকে সেই ম্যাচ। মঙ্গলবার সেখানে বৃষ্টি হচ্ছে। যদিও বুধবার ম্যাচের আগে আকাশ পরিষ্কার হয়ে যাবে বলেই জানা গিয়েছে। শাকিব বলেন, “হোবার্টে খুব ঠান্ডা ছিল। তার পর সিডনি যাই আমরা। সেখানে আবহাওয়া ভাল ছিল। ব্রিসবেনেও বেশ ভাল আবহাওয়া। এ বার অ্যাডিলেডে খুব ঠান্ডা। ম্যাচ খেলতে নামার আগে মানসিক ভাবেও আমাদের তৈরি হতে হবে এটার জন্য। আশা করছি মাঠ ভর্তি দর্শক থাকবে। দারুণ একটা ম্যাচ হবে। আমরা উপভোগ করব।”