BJP

BJP: পার্থের কোমরে দড়ি! অভিনব প্রতিবাদ পথে

যুব মোর্চার এই অভিনব প্রতিবাদ কর্মসূচির আগে মিছিল হয়েছে। কালেক্টরেট মোড়ে পথ অবরোধও হয়েছে। তাতে ভোগান্তিতে পড়েছেন পথচলতি মানুষজন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ মে ২০২২ ০৮:১৫
Share:

বিজেপির যুব মোর্চার বিক্ষোভে। মেদিনীপুরে। নিজস্ব চিত্র।

শিক্ষায় নিয়োগ দুর্নীতির বিরুদ্ধে পথে নামল বিজেপির যুবমোর্চা। সেই প্রতিবাদ কর্মসূচি অবাক চোখে দেখল শহর মেদিনীপুরে।

Advertisement

প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতারের দাবিতে পথে নামে বিজেপির যুব সংগঠন। মঙ্গলবার দুপুরে কালেক্টরেটের সামনে সেই কর্মসূচির পুরভাগে দেখা গিয়েছে অবিকল পার্থের মতোই দেখতে একদনকে। যিনি যুবমোর্চার কর্মী। তাঁকে পরানো হয়েছিল পার্থ চট্টোপাধ্যায়ের মুখোশ। পরনে পাঞ্জাবি। তারপর তাঁর কোমরে দড়ি পরিয়ে দেন বিজেপি যুবমোর্চার আরেক কর্মী। তিনি সিবিআই অফিসার সেজেছিলেন। গায়ে ছিল সিবিআই লেখা অ্যাপ্রন। অদূরে কালেক্টরেটের গেটের সামনে দাঁড়িয়ে সে দৃশ্য দেখছিল পুলিশও।

যুব মোর্চার এই অভিনব প্রতিবাদ কর্মসূচির আগে মিছিল হয়েছে। কালেক্টরেট মোড়ে পথ অবরোধও হয়েছে। তাতে ভোগান্তিতে পড়েছেন পথচলতি মানুষজন। আটকেছে গাড়ি। প্রতিবাদ কর্মসূচির নেতৃত্বে ছিলেন বিজেপির জেলা সহ- সভাপতি অরূপ দাস, যুব মোর্চার জেলা সভাপতি আশীর্বাদ ভৌমিক প্রমুখ।

Advertisement

আশীর্বাদ বলছেন, ‘‘শিক্ষায় নিয়োগ দুর্নীতির বিরুদ্ধেই আমাদের এই প্রতিবাদ। প্রতিবাদ আরও তীব্র করতেই আমাদের এই অভিনব পন্থা।’’ আর অরূপের কথায়, ‘‘রাজ্য পুলিশ তো পার্থকে ছোঁওয়ার সাহস রাখে না। তাই আমরা এ ভাবে প্রতিবাদ কর্মসূচি করলাম।’’

এ দিনের কর্মসূচি থেকে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়, শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর পদত্যাগের দাবিও তোলা হয়েছে। তৃণমূলের পশ্চিম মেদিনীপুর জেলা চেয়ারম্যান অজিত মাইতির পাল্টা কটাক্ষ, ‘‘গত বিধানসভা ভোটে বাংলার মানুষ বিজেপিকে কোমরে দড়ি বেঁধে ঘুরিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে। আবার পঞ্চায়েত ভোটে এ ভাবেই বাড়ি পাঠাবে। ওরা বোধহয় মহড়া করেছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement