Congress-CPI

দুই শতবর্ষ পালনে কংগ্রেস, সিপিআই

একই দিনে আলাদা ভাবে জোড়া শতবর্ষ পালন করল কংগ্রেস এবং সিপিআই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ ডিসেম্বর ২০২৪ ০৫:২৪
Share:

(বাঁ দিকে) কংগ্রেসের বৃক্ষরোপন ও সিপিআইয়ের মিছিল (ডান দিকে)। —নিজস্ব চিত্র।

একই দিনে আলাদা ভাবে জোড়া শতবর্ষ পালন করল কংগ্রেস এবং সিপিআই। একশো বছর আগে মোহনদাস কর্মচন্দ গান্ধীর সভাপতিত্বে কর্নাটকের বেলগাভিতে বসেছিল কংগ্রেসের অধিবেশন। সেই ঐতিহাসিক ঘটনার স্মরণে গোটা দেশের মতো এই রাজ্যেও দিনটি স্মরণ করেছে কংগ্রেস। আর ভারতে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার শতবর্ষ উদযাপন করেছে সিপিআই।

Advertisement

প্রদেশ কংগ্রেসের সদর দফতর বিধান ভবনে ‘গান্ধীজির কংগ্রেস সভাপতিত্বের একশো বছর’ শীর্ষক আলোচনা-সভার আয়োজন হয়েছিল বৃহস্পতিবার। ছিলেনএই শতবর্ষ আয়োজক কমিটির সভাপতি প্রদীপ ভট্টাচার্য, আহ্বায়ক দীপ্তিমান ঘোষ, গান্ধী-বিশেষজ্ঞ প্রতীক ঘোষ-সহ অন্যেরা। সভার সঞ্চালনা করেছেন কৃষ্ণা দেবনাথ। প্রদীপ এবং প্রতীকের বক্তব্যে গান্ধীর চলার পথ, আগামী প্রজন্মের জন্য তাঁর স্বপ্ন, এই বিষয়গুলি উঠে এসেছে। দলের তরফে গান্ধী ও কংগ্রেস বিষয়ে বক্তৃতা করেছেন প্রীতম ঘোষ, সুমন রায়চৌধুরীরা। গান্ধী মূর্তিতে শ্রদ্ধা জানানোর পাশাপাশি দলের নেতারা অংশগ্রহণ করেছিলেন বৃক্ষরোপণ কর্মসূচিতেও। প্রসঙ্গত, গান্ধীজি’র সভাপতিত্বের শতবর্ষ স্মরণেই বেলগাভিতে বসেছিল কংগ্রেস ওয়ার্কিং কমিটির বর্ধিত বৈঠক। সেখানে যোগ দিতে গিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার।

কানপুরে কমিউনিস্ট পার্টির সূচনা হয়েছিল ১৯২৪ সালের ২৬ ডিসেম্বর। তার শতবর্ষ স্মরণে দলের পতাকা উত্তোলন করে অনুষ্ঠান হয়েছে সিপিআইয়ের রাজ্য দফতর ভূপেশ ভবনে। তার পরে এই দিনটি স্মরণে রেখে উত্তর ২৪ পরগনার বারাসতে মিছিলে শামিল হয়েছিলেন সিপিআইয়ের রাজ্য সম্পাদক স্বপন বন্দ্যোপাধ্যায়, গৌতম রায়, দলের উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সম্পাদক শৈবাল ঘোষ প্রমুখ। চাঁপাডালি মোড়ে হয়েছে সমাবেশ, সেখানে বক্তা ছিলেন দলের রাজ্য সম্পাদক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement