পুলিশের ক্রীড়া প্রতিযোগিতা। নিজস্ব চিত্র।
পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হল শুক্রবার। পুলিশ লাইনের মাঠে অনুষ্ঠিত হবে এই প্রতিযোগিতা। শুক্রবার এই প্রতিযোগিতার উদ্বোধন করেন মেদিনীপুর রেঞ্জের ডিআইজি সোলেমান নেশাকুমার। সেখানে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার দীনেশকুমার-সহ অন্য পুলিশ আধিকারিকেরা। বিকালে সমাপ্তি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আইজি (পশ্চিমাঞ্চল) সঞ্জয় সিংহ।
পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশে কর্মরতরা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। দৌড়, লং জাম্প, ডিসকাস থ্রো, শটপাট থ্রো-সহ মোট ৫৪টি বিভাগে প্রতিযোগিতা হচ্ছে। প্রতিযোগিতার শেষে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার। পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিতিতে পুরস্কার বিতরণ করা হবে। সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে এই প্রতিযোগিতা উপলক্ষে। দিন দুয়েক আগে ঝাড়গ্রাম জেলা পুলিশের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল।