tmc councillor

ঋণ করে পলাতক তৃণমূল কাউন্সিলর! আসানসোলে তাঁর বাড়ি সিল করে দিলেন বেসরকারি ব্যাঙ্ক কর্তৃপক্ষ

ব্যাঙ্ক সূত্রের খবর, ২০১৮ সালে ৬৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সেলিম আক্তার এবং তাঁর ভাই ১৯ লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন। অভিযোগ, সেই টাকা আর তিনি শোধ করেননি।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪ ১৭:২৫
Share:

(বাঁ দিকে) তৃণমূল কাউন্সিলরের বাড়ি সিল করছেন ব্যাঙ্কের আধিকারিকেরা। (ডান দিকে) তৃণমূল কাউন্সিলর সেলিম আক্তার। —নিজস্ব চিত্র।

বেশ কিছু দিন ধরেই এলাকায় পাওয়া যাচ্ছে না তৃণমূল কাউন্সিলরকে। ‘ঋণখেলাপি’ ওই কাউন্সিলরের বাড়ি সিল করে দিলেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ। পশ্চিম বর্ধমানের আসানসোলের ৬৩ নম্বর ওয়ার্ডের ঘটনা।

Advertisement

ব্যাঙ্ক সূত্রের খবর, ২০১৮ সালে ৬৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সেলিম আক্তার এবং তাঁর ভাই ১৯ লক্ষ টাকা ঋণ নিয়েছিলেন। অভিযোগ, সেই টাকা আর তাঁরা শোধ করেননি। ব্যাঙ্ক কর্তৃপক্ষের দাবি, সুদসমেত ঋণের অঙ্ক এখন দাঁড়িয়েছে ৩২ লক্ষ টাকা। এ নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা। আদালতের নির্দেশেই শুক্রবার তৃণমূল কাউন্সিলরের বাড়িতে যান ব্যাঙ্কের লোকজন। কুলটি থানার রেলওয়ে স্টেশনপাড়া এলাকায় কাউন্সিলরের বাড়িটি সিল করে দেন তাঁরা।

কাউন্সিলরের পরিবারের দাবি, ওই বাড়িতে আর তিনি থাকেন না। কিন্তু বর্তমান ঠিকানা কোথায়, সেটাও তাঁরা বলতে পারেননি। সেলিমের ভাই শামিম আক্তার বলেন, ‘‘ভাইয়ের সঙ্গে গত দেড় মাস যাবৎ কোনও সম্পর্ক নেই আমাদের। ও ওর পরিবার নিয়ে কোথায় পালিয়েছে, কেউ জানে না।’’ তবে বাড়ি সিল করে দেওয়ার পর অসুবিধায় পড়েছেন তৃণমূল কাউন্সিলরের ভাই। তিনি বলেন, ‘‘এখন কোথায় থাকব বুঝতে পারছি না।’’ অন্য দিকে, ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছেন, তাঁরা নিয়ম অনুযায়ী পদক্ষেপ করেছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement