আমেরিকান দম্পতির হাতে তুলে দেওয়া হল বিশেষ ভাবে সক্ষম শিশুকে। —নিজস্ব চিত্র।
খড়্গপুর রেলস্টেশন থেকে কুড়িয়ে পাওয়া প্রতিবন্ধী শিশুকে দত্তক নিলেন আমেরিকার নিউ জার্সির এক দম্পতি। ওই শিশুর বর্তমান বয়স চার বছর। ছয় মাস বয়সে তাকে কুড়িয়ে পান স্থানীয়েরা। শিশুটিকে পরে উদ্ধার করে নিয়ে যায় জেলা প্রশাসন। তার থাকার জায়গা হয় মেদিনীপুর বিদ্যাসাগর বালিকা ভবনে। শিশু সুরক্ষা দফতর উদ্যোগ নিয়ে প্রতিবন্ধী শিশুটির শারীরিক এবং মানসিক চিকিৎসা করায় কলকাতা এবং মেদিনীপুরে। হাঁটাচলায় সমস্যা ছিল শিশুটির। কথাও বলতে পারত না। আস্তে আস্তে সমস্যা কাটিয়ে শিশুটি কথা বলতে শিখেছে। হাঁটতেও পারছে সে। তবে এখনও স্বাভাবিক নয়। সেই শিশুকেই দত্তক নিলেন নিউ জার্সির এক দম্পতি।
জেলা প্রশাসন সূত্রের খবর, ওই বিদেশি দম্পতির দু’টি কন্যাসন্তান আছে। তাদের বয়স যথাক্রমে ছয় এবং তিন বছর। বাবা পেশায় কসাই এবং মার্বল ডিজ়াইনার। মা বাড়ির কাজকর্ম সামলান। বছরখানেক আগে তাঁরা পুত্রসন্তান দত্তক নেবেন বলে আবেদন করেছিলেন। সেটা দেখেই জেলা প্রশাসন যোগাযোগ করে আমেরিকান দম্পতির সঙ্গে। নিয়ম অনুযায়ী, কোনও দম্পতির দুই সন্তান থাকার পরেও তাঁরা যদি কোনও শিশুকে দত্তক নিতে চান তা হলে, বিশেষ ভাবে সক্ষম কারও ভার নিতে পারেন। সেই নিয়ম মেনে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন কুড়িয়ে পাওয়া শিশুটিতে তুলে দিয়েছে আমেরিকার দম্পতির হাতে। সোমবার বিকেলে জেলা শিশু সুরক্ষা দফতরে শিশুটিকে দেখভালের দায়িত্ব দম্পতিকে সঁপে দেন জেলার অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) কেম্পা হান্নাইয়া, অতিরিক্ত জেলাশাসক (পঞ্চায়েত) মৌমিতা সাহা।
বিশেষ ভাবে সক্ষম শিশুটিকে দত্তক নেওয়ার পরে আমেরিকার দম্পতি বলেন, ‘‘আমাদের দু’টি কন্যাসন্তান আছে। একটি পুত্রসন্তান দত্তকের জন্য আবেদন করেছিলাম। আজ (সোমবার) আমাদের পরিবারে নতুন এক সদস্য যোগ হল। আমরা ভীষণ আনন্দিত।’’ তাঁরা জানান, দত্তক নেওয়া শিশুটির শারীরিক পরীক্ষানিরীক্ষা করাবেন আমেরিকায়। শিশুটির পাসপোর্ট তৈরি করে দিয়েছে প্রশাসন। শিশুটি যাতে সুস্থ এবং স্বাভাবিক ভাবে বড় হয়, সে দিকে তাঁর যথাসম্ভব খেয়াল রাখবেন। ছেলের নামও ভাবা শুরু করেছেন তাঁরা।
প্রশাসন সূত্রে খবর, শিশুটির আমেরিকা যাওয়া ঠিক হয়ে যাওয়ার পর থেকে ওই দম্পতির সঙ্গে মাঝেমধ্যেই তার ভিডিয়ো কলে কথাবার্তা বলানোর ব্যবস্থা করা হয়েছিল। নতুন বাবা-মাকে পেয়ে আধো আধো ভাবে শিশুটি বলতে থাকে, ‘‘আমি গাড়ি করে তার পর প্লেনে (বিমান) করে আমেরিকা যাব।’’ পশ্চিম মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক বলেন, ‘‘এক মাস আগে ইটালির এক দম্পতি এখানকার একটি শিশুকে দত্তক নেন। এ বার আমেরিকার এক দম্পতি একটি শিশুকে দত্তক নিলেন। সব মিলে এখনও পর্যন্ত জেলার ৫৭টি শিশুকে দত্তক দেওয়া হয়েছে। সরকারি হোমে এখনও তিনটি শিশু রয়েছে।’’