ধৃত অলোক মাইতি। নিজস্ব চিত্র।
অভিযোগ, সরকারি চাকরি পাইয়ে দেওয়ার নামে বাড়িতে ব্যবসা ফেঁদে বসেছিল পূর্ব মেদিনীপুরের ময়নার এক ব্যক্তি। আড়ংকিয়ারানা গ্রামের বাসিন্দা অলোক মাইতি নামে ওই অভিযুক্তকে বুধবার গ্রেফতার করেছে পুলিশ। ময়না থানা সূত্রের খবর, ধৃত একটি প্রতারণাচক্রের সঙ্গে জড়িত। তাকে জেরা করে প্রতারণাচক্রের অন্যদের সন্ধান চলছে।
পুলিশ সূত্রের খবর, বেশ কয়েক বছর ধরে প্রাথমিক, উচ্চ-প্রাথমিক এমনকি, সরকারি দফতরে গ্রুপ ডি-র বিভিন্ন পদে চাকরি দেওয়ার নাম করে বহু বেকার যুবক-যুবতীর কাছ থেকে বিপুল পরিমাণে টাকা তোলার অভিযোগ উঠেছে ওই ব্যক্তির বিরুদ্ধে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত চালিয়ে বুধবার অলোককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতের কাছ থেকে বেশ কিছু মার্কশিট, অ্যাডমিট কার্ড বাজেয়াপ্ত হয়েছে। সেগুলির মালিকানা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
বৃহস্পতিবার ধৃতকে তমলুক আদালতে তোলা হলে বিচারক ১০ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। ঘটনাটি নিয়ে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। যাঁরা ধৃত আলোকের সঙ্গে চাকরির জন্য যোগাযোগ করেছিলেন তাঁরা বিষয়টি নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন। প্রসঙ্গত, বিধানসভা ভোটের প্রচারের সময় ময়নায় গিয়ে অলোকের নাম করে চাকরির নামে প্রতারণার অভিযোগ তুলেছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।