কলকাতা হাই কোর্টে শেখ সুফিয়ান। নিজস্ব চিত্র।
কলকাতা হাই কোর্টে বৃহস্পতিবার নন্দীগ্রাম মামলার শুনানিতে হাজির ছিলেন স্থানীয় তৃণমূল নেতা শেখ সুফিয়ান। বিধানসভা ভোটে তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট সুফিয়ান হাইকোর্ট চত্বরে বলেন, ‘‘ভোট গণনায় কারচুপি হয়েছে। রিটার্নিং অফিসারের কাছে আমরা পুনর্গণনার কথা বলেছিলাম। উনি রাজি হয়নি। তাই হাই কোর্টে এসেছি।’’ পাশাপাশি, ‘নিরপেক্ষ বিচারপতি’র বেঞ্চে নন্দীগ্রাম মামলার শুনানিরও দাবি তুলেছেন তিনি।
পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের তৃণমূল সদস্য সুফিয়ানের অভিযোগ, গত ২ মে পরিকল্পিত ভাবে ৩ ঘণ্টা গণনা স্থগিত রাখা হয়েছিল। এর মধ্যে ১ ঘণ্টা ‘সার্ভার নেই’ বলে গণনা বন্ধ রাখা হয়। তিনি বলেন, ‘‘কারচুপির অভিযোগে আমরা সেখানেই লিখিত ভাবে পুনর্গণনার দাবি জানিয়েছিলাম। কিন্তু রিটার্নিং অফিসার আমাদের লিখে দেন, ‘পুনর্গণনা করতে পারব না’। সেই লেখা নিয়েই আমরা মহামান্য আদালতের দ্বারস্থ হয়েছি।’’ গণনায় জালিয়াতি করেই বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে মমতাকে হারিয়েছেন বলে দাবি সুফিয়ানের।
নন্দীগ্রাম মামলার ভারপ্রাপ্ত বিচারপতি কৌশিক চন্দ এক সময় বিজেপি-র লিগাল সেলের প্রধান ছিলেন। এ প্রসঙ্গে সুফিয়ানের মন্তব্য, ‘‘যদি কারও রাজনীতির ছোঁওয়া থাকে, তাঁকে বিচারের দায়িত্ব দিয়ে পক্ষপাতিত্ব না করাই ভাল।’’ তবে শেষ পর্যন্ত মহামান্য আদালতের কাছে তাঁরা সুবিচার পাওয়ার বিষয়ে আশাবাদী বলে জানান, একদা নন্দীগ্রামের জমি আন্দোলনের নেতা।