Dilip Ghosh

জেলার জয় ঐতিহাসিক, মত দিলীপের

পূর্ব মেদিনীপুরে ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত দলীয় কর্মীদের পাশে দাঁড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছে দিলীপকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা 

তমলুক শেষ আপডেট: ১২ মে ২০২১ ০৫:৫০
Share:

তমলুকের বৈঠকে মঙ্গলবার দিলীপ ঘোষ। নিজস্ব চিত্র।

এক দিন আগেই দলের কেন্দ্রীয় নেতৃত্ব তাঁকে বিরোধী দলনেতার স্বীকৃতি দিয়েছেন। নন্দীগ্রামের সেই বিধায়ক শুভেন্দু অধিকারীর জয়-সহ পূর্ব মেদিনীপুরে দলের ভাল ফলের দরাজ গলায় প্রশংসা করলেন বিজেপি’র রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ।

Advertisement

পূর্ব মেদিনীপুরে ভোট পরবর্তী হিংসায় আক্রান্ত দলীয় কর্মীদের পাশে দাঁড়ানোর দায়িত্ব দেওয়া হয়েছে দিলীপকে। সেই মতো মঙ্গলবার জেলায় এসে একটি বৈঠক করেছেন দিলীপ। সেখানে পূর্ব মেদিনীপুরের তমলুক সাংগনিক জেলায় বিজেপির ভাল ফল করার প্রশংসা করেছেন দিলীপুর। বিজেপি’র এই সাংগঠনিক জেলার ৯টি বিধানসভা কেন্দ্রের মধ্যে তিনটিতে জয়ী হয়েছে বিজেপি। যার মধ্যে রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘হারানো’ নন্দীগ্রাম কেন্দ্র। এই জয় প্রসঙ্গে দিলীপ বলেন, ‘‘এখানে (তমলুক সাংগঠনিক জেলায়) আমাদের একজনও বিধায়ক ছিলে না। একটা মাত্র পঞ্চায়েত ছিল। সেখানে তিনজন বিধায়ক হয়েছেন। ভোট বেড়েছে। সবচেয়ে ঐতিহাসিক ফল হয়েছে। এর চেয়ে ভাল ফল হয়নি আগে।’’

এ দিন তমলুকের সাউতানচকে একটি বেসরকারি বিদ্যালয়ের সভাঘরে আয়োজিত বিজেপির তমলুক সাংগঠনিক জেলার ওই বৈঠকে অবশ্য ছিলেন না শুভেন্দু। তবে ছিলেন ময়নার বিধায়ক অশোক ডিন্ডা, হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল-সহ অন্য সব বিধায়ক, প্রার্থী, জেলা, মণ্ডল নেতৃত্ব। দলীয় সূত্রের খবর, বৈঠকে ভোটের ফলাফল বিশ্লেষণ ছাড়াও ভোট পরবর্তী হিংসায় দলের নেতা-কর্মী-সমর্থকদের আক্রান্ত হওয়ার এবং ক্ষয়ক্ষতি নিয়ে খোঁজ নেন দিলীপ। তিনি ঘরছাড়া নেতা-কর্মী-সমর্থকদের বাড়ি ফেরানো এবং তাঁদের সাহায্যের জন্য দলের বিধায়ক ও নেতৃত্বদের নির্দেশ দেন।

Advertisement

এ প্রসঙ্গে দিলীপ বলেন, ‘‘নন্দীগ্রাম-সহ বিভিন্ন জায়গায় আমাদের বহু কর্মী আক্রান্ত ও ক্ষতিগ্রস্ত হয়েছেন। যাঁদেরকে মারধর করা হয়েছে, তাঁদেরকেই গ্রেফতার করছে পুলিশ। পুলিশ ওদের (তৃণমূলের) সঙ্গে মিলে হাত মেলাচ্ছে। কর্মীদের ক্ষয়ক্ষতির হিসাব, ঘরছাড়াদের বাড়ি ফেরানোর জন্য প্রশাসনের কাছে জানানো, তাঁদের সহযোগিতা করার জন্য দলের নেতা-কর্মীদের বলা হয়েছে।’’

নন্দীগ্রামে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধি দল পরিদর্শন প্রসঙ্গে দিলীপ বলেন, ‘‘কেন্দ্রীয় দল পরিস্থিতি দেখতে এসেছিলেন। তাঁরা তথ্য দেবেন স্বরাষ্ট্র মন্ত্রীকে এবং স্বরাষ্ট্র দফতরকে। আমরা আশাকরি এর কোনও প্রতিকার কেন্দ্র করবে।’’

বিজেপি সূত্রের খবর, আক্রান্ত কর্মীদের তালিকা ও ক্ষয়ক্ষতির বিস্তারিত রিপোর্ট বানানো হবে। বিজেপি জেলা (তমলুক) সভাপতি নবারুণ নায়েক বলেন, ‘‘নন্দীগ্রাম সহ জেলার বিভিন্ন স্থানে আমাদের আক্রান্ত নেতা- কর্মী-সমর্থকদের বিষয়ে রিপোর্ট তৈরি করা হচ্ছে। শীঘ্রই রাজ্য নেতৃত্বকে সেই রিপোর্ট জমা দেওয়া হবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement