হাতির হানায় মৃত্যু ঝাড়গ্রামে। প্রতীকী চিত্র।
সাতসকালে হাতির দল ঢুকে পড়েছিল গ্রামে। সেই হাতির দলকে তাড়াতে গিয়ে মৃত্যু হল হুলা পার্টির এক সদস্যের। বুধবার ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল থানার বালিভাষায় এলাকায় ঘটনাটি ঘটেছে। মৃতের নাম সঞ্জীব মাহাতো (২১)। খড়্গপুরের ডিএফও শিবানন্দ রাম বলেন, ‘‘নয়াগ্রাম চাঁদবিলা রেঞ্জের ২০-২৫টি হাতির একটি দল বুধবার সুবর্ণরেখা নদী পেরিয়ে সাঁকরাইল বিটে ঢুকে পড়ে। ওই হাতির দলের হানায় এক জনের মৃত্যু হয়েছে।’’ সরকারি নিয়ম মেনে বুধবারই সঞ্জীবের পরিবারের হাতে ৫ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিবানন্দ।
স্থানীয় সূত্রে খবর, বুধবার সকালে নয়াগ্রামের দিক থেকে প্রথমে ৯টি হাতির দল সুবর্ণরেখা নদী পেরিয়ে সাঁকরাইলে ঢুকে পড়ে। পরে ১৫-২০টি হাতির আরও একটি দল ঢোকে সাঁকরাইলে। খবর পেয়ে হাতির দলকে তাড়াতে গিয়েছিল হুলা পার্টি। সেই সময়েই একটি হাতির সামনে পড়ে যান সঞ্জীব। হাতিটি তাঁকে শুঁড়ে তুলে আছাড় মেরে পিষে দিয়েছে। এই ঘটনার পর সঞ্জীবকে ভাঙাগড় গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সঞ্জীবের বাড়ি সাঁকরাইল ব্লকের ছত্রী গ্রাম পঞ্চায়েতের বীরঘসা গ্রামে। তাঁর দাদা শম্ভুনাথ মাহাতো বলেন, ‘‘ভাই হুলা পার্টির সদস্য। হাতি তাড়ানোর জন্য গিয়েছিল। সেই সময় একটি হাতি ভাইকে তাড়া করে। ভাই দৌড়ে পালানোর চেষ্টা করলে তাকে শুঁড়ে তুলে আছাড় মারে। পা দিয়ে পিষে দেয় হাতিটি। সাঁকরাইল থানার পুলিশ আমাদের যথেষ্ট সহযোগিতা করেছে আমাদের।’’