যুযুধান। নিজস্ব চিত্র
এ যুদ্ধ প্রেমের!
শালবনির জঙ্গলে শনিবার দুই দাঁতালের লড়াইয়ের পিছনে সঙ্গিনীর প্রতি প্রেম রয়েছে বলেই বনকর্মীদের একাংশের অনুমান। একটি মেয়ে হাতির প্রেমেই মজেছে দুই দাঁতাল। তাই এই লড়াই।
শালবনির জঙ্গলে দুই দাঁতালের যে লড়াই হয়েছে তা মানছে বন দফতরও। মেদিনীপুরের এডিএফও পূরবী মাহাতোর স্বীকারোক্তি, ‘‘এমন খবর আমরা পেয়েছি।’’ ওই দুই দাঁতাল না কি একটি মেয়ে হাতির প্রেমে মজেছে? লড়াই না কি সে নিয়েই? পূরবীর জবাব, ‘‘ঠিক কী কারণে এই লড়াই আমরা খতিয়ে দেখছি।’’ মেদিনীপুরের অন্য এক বন আধিকারিক অবশ্য মানছেন, ‘‘একাধিক কারণে জঙ্গলে দুই দাঁতালের লড়াই হতে পারে। প্রেমে পড়াও একটা কারণ। এখন হাতির মস্তির সময়। তাই এ ক্ষেত্রে প্রেমে পড়া নিয়ে লড়াই বাঁধার সম্ভাবনাই বেশি।’’ তিনি এ-ও মনে করিয়ে দিচ্ছেন, ‘‘কিছু ক্ষেত্রে দেখা যায়, দলের নেতৃত্ব কে দেবে, সে নিয়েও জঙ্গলে দুই দাঁতালের লড়াই হয়েছে। তবে এ ক্ষেত্রে সেই সম্ভাবনা কম।’’
বন দফতরের এক সূত্রে খবর, দিন কয়েক আগে হাতির একটি বড় দল শালবনিতে আসে। দলটি মেদিনীপুর সদর ব্লক থেকে এখানে এসেছে। বড় দলটিতে ৬০- ৬৫টি হাতি রয়েছে। ইতিমধ্যে হাতির হানায় ফসলের কিছু ক্ষয়ক্ষতিও হয়েছে। ওই সূত্রে খবর, শুক্রবার রাতে দলটি শালবনির পিড়াকাটা রেঞ্জের রঞ্জার জঙ্গলের কাছাকাছি ছিল। গভীর রাতেই দাঁতালের গর্জন শোনেন স্থানীয়রা। শনিবার সকালেও দফায় দফায় ওই গর্জন শোনা যায়। খবর পৌঁছয় বন দফতরে। খবর পেয়ে খোঁজখবর শুরু করেন বন আধিকারিকেরা। এলাকায় পৌঁছন বনকর্মীরা। পরে সবদিক খতিয়ে দেখে জঙ্গলে দুই দাঁতালের লড়াই হওয়ার ব্যাপারে নিশ্চিত হন বন আধিকারিকেরা। মেদিনীপুরের এক বন আধিকারিকের কথায়, ‘‘আমরা সবদিক খতিয়ে দেখেছি। জঙ্গলে যে দুই দাঁতালের লড়াই হয়েছে এ নিয়ে আমাদের বিন্দুমাত্র সংশয় নেই।’’ বন দফতরের এক সূত্রে খবর, ওই দলে কয়েকটি মেয়ে হাতি রয়েছে। কয়েকটি বাচ্চা হাতিও রয়েছে। একটি মেয়ে হাতির প্রেমে পড়া নিয়েই না কি দুই দাঁতালের ওই দীর্ঘ লড়াই চলেছে! রাত থেকে সকাল পর্যন্ত। লড়াইয়ে আবার এক দাঁতালের একটি দাঁতও ভেঙে গিয়েছে!
মেদিনীপুরের এক বন আধিকারিক মানছেন, "এক দাঁতালের একটি দাঁত ভেঙে গিয়েছে বলে আমরা খবর পেয়েছি। সবদিক খতিয়ে দেখা হচ্ছে।’’ বন দফতরের এক সূত্রে খবর, যুযুধান দুই দাঁতালের উপর নজর রাখার চেষ্টা হচ্ছে। শনিবার বেলা গড়াতে অবশ্য লড়াই থেমেছে। হাতির দলটি শালবনি ছেড়ে লালগড়ের দিকে যেতে শুরু করেছে।