প্রতীকী ছবি।
পশ্চিম মেদিনীপুরে বজ্রপাতে তিন জনের প্রাণ গেল বৃহস্পতিবার। গুরুতর জখম হয়েছেন তিন জন। তাঁদের চিকিৎসা চলছে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে।
বাজ পড়ে মৃত্যু হয়েছে শালবনির বাগমারি এলাকার বাসিন্দা স্বপন ভুঁইয়ার (৪৪)। বিকেল ৪টে নাগাদ তাঁকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎকেরা মৃত ঘোষণা করেন। কোতোয়ালি থানার অন্তর্গত শিরোমণি এলাকায় বজ্রাঘাতে মৃত্যু হয়েছে বৈদ্যনাথ সরেন (৫৫) নামে এক ব্যক্তির। চন্দ্রকোনা খানার যাদবনগর গ্রামেও তাপস পাতর নামে এক ব্যক্তির মৃত্যু হয় বাজ পড়ে। তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, দুপুরে ক্ষেত থেকে বাড়ি ফিরছিলেন তাপস। সেই সময় প্রবল ঝড়বৃষ্টি শুরু হয়। তখনই বজ্রাঘাতে জখম হন তাপস। তাঁকে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বৃহস্পতিবার রাজ্য জুড়ে বেশ কয়েক জনের মৃত্যু হয়েছে বজ্রপাতে। মুর্শিদাবাদে প্রাণ গিয়েছে তিন জনের। পূর্ব বর্ধমানে চার জনের।