East West Metro

East West Metro: বছর শেষেই কি খুলে যাবে শিয়ালদহ মেট্রো? অধিকর্তাদের স্টেশন পরিদর্শনে জল্পনা

সিগন্যালিং ব্যবস্থা থেকে প্ল্যাটফর্মের স্ক্রিন ডোর— সমস্ত দিক খুঁটিয়ে দেখার পর কাজে সন্তোষ প্রকাশ করেন জেনারেল ম্যানেজার মনোজ জোশী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০২ ডিসেম্বর ২০২১ ১৯:৩১
Share:

শিয়ালদহ মেট্রো স্টেশন পরিদর্শন। নিজস্ব চিত্র।

পূর্ব-পশ্চিম মেট্রোরেলের শিয়ালদহ স্টেশন পরিদর্শন করলেন কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার মনোজ জোশী। ওই স্টেশনের নির্মাণ কাজ প্রায় শেষ। জেনারেল ম্যানেজারের সঙ্গেই ছিলেন কলকাতা মেট্রোরেল কর্পোরেশন লিমিটেড (কেএমআরসিএল) এর ম্যানেজিং ডিরেক্টর মানস সরকার। তাঁরা মেট্রো স্টেশনের বিভিন্ন দিক পরিদর্শন করেন। কাজের গতি খতিয়ে দেখে সন্তুষ্ট মনোজ দ্রুত বাকি কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে।

সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত মেট্রো সফর কি এখন স্রেফ সময়ের অপেক্ষা? বৃহস্পতিবার সকালে মেট্রো কর্তাদের শিয়ালদহ মেট্রো স্টেশন পরিদর্শন সেই প্রশ্ন উস্কে দিয়েছে। জল্পনা মাথাচাড়া দিচ্ছে, তা হলে কি বছর শেষের আগেই মেট্রোর পথে জুড়ে যাবে শিয়ালদহ?

Advertisement

বৃহস্পতিবার শিয়ালদহ মেট্রো স্টেশনের সিগন্যালিং ব্যবস্থা, সিসিটিভি পরিদর্শন করেন তাঁরা। লিফট, চলমান সিঁড়ির পাশাপাশি প্ল্যাটফর্মের স্ক্রিন ডোর, শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রভৃতি খুঁটিয়ে দেখার পর কাজে সন্তোষ প্রকাশ করেন মনোজ। নির্দেশ দেন, যত দ্রুত সম্ভব বাকি কাজ সেরে ফেলতে। তিনি জানান, সমস্ত কাজ শেষ হওয়ার পর মেট্রো কর্তৃপক্ষের তরফে কমিশনার অব রেলওয়ে সেফটিকে পরিদর্শনে আসার আমন্ত্রণ জানানো হবে। তিনি খতিয়ে দেখে সবুজ সঙ্কেত দিলেই যাত্রী পরিবহণ শুরু হয়ে যাবে শিয়ালদহ মেট্রো স্টেশনে।

শিয়ালদহ মেট্রো স্টেশন চালু হয়ে গেলে, তা হবে কলকাতায় ঢোকার অন্যতম প্রধান প্রবেশ দ্বার। যাত্রীর চাপও থাকবে প্রচুর। এ কথা মাথায় রেখেই শিয়ালদহ স্টেশন নিয়ে বাড়তি মনোযোগ দিয়েছেন রেলের ইঞ্জিনিয়ররা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement