কৃষক সংগঠনের গন-কনভেনশন। কলকাতায় রামলীলা ময়দানে। নিজস্ব চিত্র।
কেন্দ্রের কৃষি সংক্রান্ত তিনটি আইন বাতিল ও রাজ্যে পৃথক আইন প্রণয়নের দাবি উঠল কৃষক সংগঠনের গণ-কনভেনশন থেকে। কেন্দ্রের নতুন বিদ্যুৎ আইন বাতিল এবং ২০০ দিনের কাজ দিয়ে গ্রামীণ কর্মনিশ্চয়তার দাবিও তোলা হল ওই মঞ্চ থেকে। ‘কিষাণ সংগ্রাম সমন্বয় কমিটি’র রাজ্য শাখার ডাকে বুধবার মৌলালির কাছে রামলীলা ময়দানে গণ-কনভেনশনে ছিলেন অমল হালদার, অভীক সাহা, কার্তিক পাল, তুষার ঘোষ, হাফিজ আলম সৈরানি, সমীর পূততুণ্ড প্রমুখ। আগামী ২৬ নভেম্বরের গ্রামীণ ধর্মঘটের ডাক দিয়েছে কৃষক সংগঠনগুলি। সে দিন বাংলায় জাতীয় ও রাজ্য সড়ক অবরোধে শামিল হবেন কৃষক ও ক্ষেতমজুরেরা। পর দিন, ২৭ তারিখ জাতীয় স্তরের কৃষক বিক্ষোভের অঙ্গ হিসেবে এ রাজ্যেও জেলায় জেলায় কৃষক সমাবেশ হবে।