TMC

বেদি দখলের অভিযোগ ফ ব-র, পাল্টা তৃণমূলের

ফ ব-র পতাকা নামিয়ে সেখানে তৃণমূলের পতাকা লাগিয়ে দেওয়া হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২০ ০৩:১৬
Share:

প্রতীকী ছবি।

উত্তর কলকাতায় ফরওয়ার্ড ব্লকের একটি শহিদ বেদি দখল করার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। অরবিন্দ সরণিতে ওই শহিদ বেদি প্রায় ৪০ বছর ধরে আছে। ফ ব-র কলকাতা জেলা সম্পাদক জীবনপ্রকাশ সাহার অভিযোগ, দু’দিন আগে রাজ সোনকার, রাজা সাউ এবং আরও কিছু তৃণমূল কর্মী এবং সমর্থকেরা ওই বেদির দখল নেন। ফ ব-র পতাকা নামিয়ে সেখানে তৃণমূলের পতাকা লাগিয়ে দেওয়া হয়। জীবনবাবুর দাবি, যাঁরা বেদি দখল করেছেন, তাঁরা তৃণমূলের স্থানীয় কাউন্সিলরের অনুগত বলেই পরিচিত। ওই ঘটনার কথা কাউন্সিলরকে জানানোর পাশাপাশি থানায় অভিযোগ করা হয়েছে বলেও জীবনবাবুর দাবি। যদিও ঘটনার কোনও সুরাহা হয়নি। ঘটনা যে এলাকার, সেই ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুনন্দা সরকারের অবশ্য পাল্টা দাবি, তাঁকে কেউ এমন অভিযোগ জানায়নি। সুনন্দার বক্তব্য, ‘‘তৃণমূল এমন কাজ করেছে বলে মনে হয় না। তবে লিখিত ভাবে অভিযোগ পেলে ব্যবস্থা নেব। আমি কখনওই এই ধরনের কাজ করি না, এমন কাজ সমর্থন করি না। বরং, আমি বিরোধীদের সম্মান দিই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement