Manoranjan Byapari

আক্রমণের লক্ষ্য শান্তনু? মনোরঞ্জনের বার্তায় চর্চা

অনেকে মনোরঞ্জনের পোস্টে চাকরিপ্রার্থীদের আক্রমণ করা হয়েছে, এই ধারণাতেও তাঁর সমালোচনা করেন। মনোরঞ্জন বিকেলে ফেসবুকে ফের একটি পোস্ট করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

বলাগড় শেষ আপডেট: ২৩ মার্চ ২০২৩ ০৭:৫২
Share:

হুগলির বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। ফাইল চিত্র।

নিজের ক্ষোভের কথা মাঝেমধ্যেই ফেসবুকে লেখেন হুগলির বলাগড়ের তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। বিতর্কও হয়। বুধবার সকালে তাঁর একটি ফেসবুক পোস্ট ঘিরে ফের জল্পনা তৈরি হয়েছে। ফেসবুকে তিনি লিখেছেন, এক দল লোকের পাতে পোলাও-মাংস আছে। তাঁরা ঘেউ ঘেউ করছেন। বলছেন, পোলাওয়ে ঘি কম আছে। আরও ঘি ঢালতে হবে। ঘি-বাবু লড়াইতে হারবেন না জিতবেন, তাঁর কিছু যায় আসে না।

Advertisement

নিয়োগ দুর্নীতিতে বলাগড়েরই যুব নেতা শান্তনু বন্দ্যোপাধ্যায় এবং কুন্তল ঘোষকে গ্রেফতার করেছে ইডি। তাঁদের দিকেই কি মনোরঞ্জনের আঙুল? সরাসরি উত্তর এড়িয়ে তৃণমূল বিধায়কের মন্তব্য, তিনি দুর্নীতিগ্রস্তদের কথা বলেছেন। বালি-মাটি মাফিয়া, মেহুল চোক্সী, বিজয় মাল্যরাও তাঁর আক্রমণের লক্ষ্য হতে পারেন।

নিয়োগ দুর্নীতির পাশাপাশি মাটি-বালির অবৈধ কারবারেও শান্তনুর যোগের অভিযোগ উঠেছে। বিধায়ক হওয়ার পরে বিভিন্ন বিষয়ে শান্তনু-সহ বলাগড়ের নানা নেতাকে সমাজমাধ্যম ও সংবাদমাধ্যমে খোলাখুলি আক্রমণ শানিয়েছিলেন মনোরঞ্জন। তৃণমূলের একটি সূত্রের খবর, শান্তনুর সঙ্গে পরে ‘সখ্য’ হয়। মনোরঞ্জনের প্রতিক্রিয়া, ‘‘আমি কি শান্তনুর বাড়িতে গিয়েছি? আত্মীয়তা করেছি? অনুষ্ঠানে দেখা হলে কথা বলা আমার ভদ্রতা, সৌজন্য। তৃণমূলে থাকা বিজেপির লোকেরা উল্টোপাল্টা বলতে পারেন।’’

Advertisement

অনেকে মনোরঞ্জনের পোস্টে চাকরিপ্রার্থীদের আক্রমণ করা হয়েছে, এই ধারণাতেও তাঁর সমালোচনা করেন। মনোরঞ্জন বিকেলে ফেসবুকে ফের একটি পোস্ট করেন। তাঁর বক্তব্য, ‘‘আমিও সরকারি কর্মী ছিলাম। ছেলেও গ্রুপ-ডি কর্মী। যাঁরা বলছেন, তাঁরা কি মনে করেন সমাজের সব ঘি তাঁদের পাতেই পড়ে? তা হলে বিজয় মাল্য, নীরব মোদী, মেহুল চোক্সী, ললিত মোদী— এরা কারা? যাঁদের নাম আজকাল টিভিতে ছেয়ে থাকছে, তাঁরা কারা?’’

তৃণমূল বিধায়কের বক্তব্য নিয়ে হুগলির বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেন, ‘‘উনি শান্তনু বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন কি না, উনিই বলতে পারবেন। পিঠ বাঁচাতে এখন তৃণমূল থেকে অনেকেই বিজেপিতে আসতে চাইছেন। দুর্নীতি যাঁরা করেছেন, সবাই ধরা পড়বেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement