অবসর চাইলেন মান্নান

শারীরিক অসুস্থতার কারণে মুর্শিদাবাদ জেলা তৃণমূলের সভাপতির পদ থেকে আপাতত অবসর নিতে চাইলেন মান্নান হোসেন। চিকিৎসার প্রয়োজনে তিনি এখন বেঙ্গালুরুতে। সেখান থেকে ফোনে জানান, তিনি কিডনির কঠিন অসুখে ভুগছেন। নিয়মিত ডায়ালিসিস করতে হয়।

Advertisement
শেষ আপডেট: ০২ অগস্ট ২০১৬ ০৩:৫৮
Share:

শারীরিক অসুস্থতার কারণে মুর্শিদাবাদ জেলা তৃণমূলের সভাপতির পদ থেকে আপাতত অবসর নিতে চাইলেন মান্নান হোসেন। চিকিৎসার প্রয়োজনে তিনি এখন বেঙ্গালুরুতে। সেখান থেকে ফোনে জানান, তিনি কিডনির কঠিন অসুখে ভুগছেন। নিয়মিত ডায়ালিসিস করতে হয়। ফলে শারীরিক কারণে দলের কাজ থেকে আপাতত ছুটি চেয়েছেন। সে কথা স্বীকার করেন শ্রম দফতরের প্রতিমন্ত্রী তথা জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন। তিনি বলেন, ‘‘মান্নানদা বলেছেন শরীর সায় দিচ্ছে না। তাই মুর্শিদাবাদ জেলা তৃণমূলের ভারটা আমাদের নিতে।’’ তৃণমূল সূত্রে খবর, ‘আমরা’ বলতে মুর্শিদাবাদ জেলার চার বিধায়ক—মন্ত্রী জাকির হোসেন, সাগরদিঘির সুব্রত সাহা, বিধায়ক নিয়ামত শেখ, বিধায়ক আমিরুল ইসলাম এবং দলের ৫ জন মহকুমা সভাপতির কথা জানা গিয়েছে। দলীয় সূত্রের খবর, জঙ্গিপুর মহকুমার জন্য সভাপতি হিসেবে সুতির প্রাক্তন বিধায়ক ইমানি বিশ্বাস, লালবাগ মহকুমার প্রস্তাবিত সভাপতি চাঁদ মহম্মদ, কান্দি মহকুমার প্রস্তাবিত সভাপতি গৌতম রায়, বহরমপুর মহকুমার সভাপতি অরিত মজুমদার ও ডোমকল মহকুমার রাজ্য যুব তৃণমূলের সাধারণ সম্পাদক সৌমিক হোসেনের নাম প্রস্তাব করা হয়েছে। জানা গিয়েছে, আগামী ৬ অগস্ট দল চালাতে নতুন কমিটি গড়ার দলীয় পর্যবেক্ষক শুভেন্দু অধিকারীর ঘোষণা করার কথা। তবে এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া মেলেনি শুভেন্দুর থেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement