Beaten to death

ভাত দিতে দেরি হওয়ায় স্ত্রীকে বাঁশ দিয়ে পিটিয়ে ‘খুন’! মুর্শিদাবাদে গ্রেফতার অভিযুক্ত স্বামী

কাজ থেকে বাড়ি ফিরে স্ত্রীকে ভাত দিতে বলেছিলেন স্বামী। স্ত্রী অন্য কাজে ব্যস্ত থাকায় সামান্য দেরি হয়েছিল। সেই রাগে স্ত্রীকে মারধরের অভিযোগ উঠল সেই স্বামীর বিরুদ্ধে।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২০ ডিসেম্বর ২০২৪ ১৫:১৭
Share:

—প্রতীকী চিত্র।

কাজ থেকে বাড়ি ফিরে স্ত্রীকে ভাত দিতে বলেছিলেন স্বামী। স্ত্রী অন্য কাজে ব্যস্ত থাকায় সামান্য দেরি হয়েছিল। সেই রাগে স্ত্রীকে মারধরের অভিযোগ উঠল সেই স্বামীর বিরুদ্ধে। যার জেরে হাসপাতালেও ভর্তি করাতে হয়েছিল স্ত্রীকে। ১২ দিনের মাথায় মৃত্যু হয় তাঁর! মুর্শিদাবাদের রানিনগরের কুঠিপাড়ার এই ঘটনায় অভিযুক্ত স্বামী রঞ্জিত দাসকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি এখন জেল হেফাজতে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মৃতার নাম কাঞ্চনি সর্দার (৪৮)। কাঞ্চনিকে বাঁচাতে গিয়েছিলেন তাঁর মা বিমলা সর্দার। সেই সময় রঞ্জিত তাঁকেও মারধর করেছিলেন বলে অভিযোগ। তিনি এখন কলকাতার হাসপাতালে ভর্তি আশঙ্কাজনক অবস্থায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ৮ ডিসেম্বর দুপুরে ভাত দিতে দেরি হওয়ায় কাঞ্চনি সর্দারকে বাঁশ দিয়ে মারধর করেছিলেন রঞ্জিত। মেয়েকে বাঁচাতে গিয়ে প্রহৃত হয়েছিলেন বিমলাও। পড়শিরাই মা-মেয়েকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেছিলেন। সে দিন রাতেই তাঁদের কলকাতায় স্থানান্তরিত করা হয়। পাশাপাশি পুলিশেও অভিযোগ দায়ের করে কাঞ্চনির বাপেরবাড়ির পরিবার। এর পর বৃহস্পতিবার কাঞ্চনির মৃত্যু হয়।

Advertisement

মৃতের জামাই দীনেশ সর্দার বলেন, ‘‘শাশুড়ির উপর প্রায়ই শারীরিক অত্যাচার করত। সে দিন নেশাগ্রস্ত অবস্থায় দু’জনকেই মারধর করেছিল রঞ্জিত।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement