West Bengal Weather Update

শীতের মুখে বাধা পশ্চিমি ঝঞ্ঝাই, ফের চড়ছে পারদ, আগামী দু’দিন ঘন কুয়াশার দাপট বঙ্গে

দীর্ঘ দিন পরে সোমবার কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের নীচে নেমেছিল। তবে মঙ্গলবার ফের বেড়ে গিয়েছে তাপমান। মঙ্গলের ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে ১৪.৮ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে বেশি।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২৫ ১১:০৬
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

আরও চড়ল পারদ। পর পর পশ্চিমি ঝঞ্ঝার দাপটে ফের ভাটা পড়ল শীতের আমেজে। আগামী দু’দিনে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে সর্বনিম্ন তাপমাত্রা। সঙ্গে চলবে ঘন কুয়াশার দাপট। মঙ্গলবার এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Advertisement

হাওয়া অফিস জানিয়েছে, বুধবার থেকে উত্তুরে হাওয়ার প্রভাব অনেকটাই কমবে। বরং বাড়বে পুবালি হাওয়ার দাপট। বঙ্গোপসাগর থেকেও জলীয় বাষ্প ঢুকবে রাজ্যে। ফলে আগামী ৪৮ ঘণ্টায় রাজ্য জুড়ে চলবে ঘন কুয়াশার দাপট। তবে আপাতত কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা-মাঝারি কুয়াশা থাকবে। কোথাও কোথাও ঘন কুয়াশার দাপট চলবে। উত্তরে কোচবিহার, দুই দিনাজপুর এবং মালদহে ঘন কুয়াশার হলুদ সতর্কতা জারি হয়েছে। ঘন কুয়াশায় দৃশ্যমানতা নামবে ২০০ মিটারের নীচে। কোনও কোনও জায়গায় দৃশ্যমানতা ৫০ মিটারেও নেমে যেতে পারে।

পিছিয়ে থাকবে না দক্ষিণবঙ্গও! কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়াতে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আলিপুর। পাশাপাশি, সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে।

Advertisement

দীর্ঘ দিন পরে সোমবার কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে নেমেছিল। সোমবার কলকাতার পারদ নেমেছিল ১৪ ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের চেয়ে ০.৫ ডিগ্রি কম। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪.২ ডিগ্রি। তবে মঙ্গলবার ফের বেড়ে গিয়েছে তাপমাত্রা। মঙ্গলের ভোরে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা হয়েছে ১৪.৮ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে ০.৭ ডিগ্রি বেশি। তবে সপ্তাহান্তে ফের ফিরতে পারে শীতের আমেজ। শনি ও রবিবার তাপমাত্রা সামান্য কমতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement