মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।
সব ঠিক থাকলে আগামী ১৮ জানুয়ারি নন্দীগ্রাম যাবেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে খবর, ওই দিন তেখালি সেতু লাগোয়া মাঠে জনসভা করবেন তিনি।
পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূলের এক নেতা মঙ্গলবার জানিয়েছেন, দলীয় ভাবে রাজ্য নেতৃত্ব তাঁদের জানিয়েছেন ১৮ তারিখ দলনেত্রী নন্দীগ্রাম আসবেন। কিন্তু এখনই প্রকাশ্যে কিছু বলতে বারণ করা হয়েছে। ওই নেতার কথায়, ‘‘এ বিষয়ে যা ঘোষণা করার রাজ্য সংগঠন যথা সময়ে জানাবে।’’
প্রথমে ঠিক ছিল, ৭ জানুয়ারি নন্দীগ্রাম যাবেন মমতা। কিন্তু রামনগরের বিধায়ক তথা তেখালির জনসভার মূল আয়োজক অখিল গিরি করোনা-আক্রান্ত হওয়ায় ওই কর্মসূচি বাতিল করে দেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রামনগরের বিধায়ক আপাতত করোনামুক্ত। বুধবার তাঁকে বেলেঘাটা আইডি হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে। সুস্থ হয়েই তিনি মমতার সভাতে যোগ দিতে পারবেন বলেই আশা প্রকাশ করেছেন অখিল।
শুভেন্দু অধিকারী তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দিয়েছিলেন গত ১৯ ডিসেম্বর। তার ঠিক একমাস পরে নন্দীগ্রামে সভা করবেন মমতা। তৃণমূল সুপ্রিমো ৭ জানুয়ারি সভা করার কথা ঘোষণার পরেই পাল্টা ৮ জানুয়ারি জনসভা করার কথা ঘোষণা করেছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। কিন্তু মমতার সভার নতুন দিন ঘোষণার পর শুভেন্দু এখনও কোনও পাল্টা কর্মসূচির কথা ঘোষণা করেননি।