মিছিলে আজ ফের মমতা, থাকবেন হেমন্তের শপথেও

বৃহস্পতিবার সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে ফের কলকাতায় রাজাবাজার থেকে মল্লিকবাজার পর্যন্ত মিছিল ও তার পরে সভা করবেন মুখ্যমন্ত্রী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০১৯ ০৩:৪৭
Share:

ফাইল চিত্র।

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসেবে হেমন্ত সরেনের শপথ অনুষ্ঠানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ২৯ ডিসেম্বর রাঁচিতে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে তাঁকে। তাই এ রাজ্যে জেলায় জেলায় তাঁর সফরসূচিতে রদবদল করা হয়েছে। জেলায় যাওয়ার আগে আজ, বৃহস্পতিবার সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে ফের কলকাতায় রাজাবাজার থেকে মল্লিকবাজার পর্যন্ত মিছিল ও তার পরে সভা করবেন মুখ্যমন্ত্রী। পরিবর্তিত কর্মসূচিতে তাঁর শিলিগুড়িতে থাকার কথা ৩ জানুয়ারি।

Advertisement

সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে ৩০ ডিসেম্বর পুরুলিয়ায় মিছিল করবেন তৃণমূল নেত্রী। তারপর ৩ জানুয়ারি শিলিগুড়িতে মিছিল করবেন তিনি। নাগরিকত্ব আইনের বিরোধিতায় লাগাতার কর্মসূচি নিয়েছে তৃণমূল। হাওড়া ও কলকাতার পরে আগামী ২৯-৩০ ডিসেম্বর মুখ্যমন্ত্রীর কর্মসূচি ছিল শিলিগুড়ি-জলপাইগুড়িতে। কিন্তু ২৯ তারিখ হেমন্তের শপথ অনুষ্ঠানে ঝাড়খণ্ডে যেতে পারেন তিনি। তাই নাগরিকত্ব আইন বিরোধী একটি কর্মসূচিতে যোগ দিতে সেখান থেকে পাশের জেলা পুরুলিয়ায় আসবেন তিনি। তৃণমূলের পুরুলিয়া জেলা সভাপতি শান্তিরাম মাহাতো বুধবার বলেন, ‘‘৩০ তারিখে সিএএ এবং এনআরসি-বিরোধী একটি পদযাত্রায় অংশ নেবেন মুখ্যমন্ত্রী।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement