Mamata Banerjee

কোভিডে আক্রান্ত হয়ে মুখ্যমন্ত্রীর মেজো ভাই অসীম প্রয়াত, দুপুরে নিমতলায় শেষকৃত্য সম্পন্ন

১ মাস ধরে তিনি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। অসীম বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ মহলে কালী বন্দ্যোপাধ্যায় বলেই পরিচিত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ মে ২০২১ ১১:০০
Share:

ফাইল চিত্র।

প্রয়াত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মেজো ভাই অসীম বন্দ্যোপাধ্যায়। তিনি কোভিডে আক্রান্ত ছিলেন। মাস খানেক ধরে তাঁর চিকিৎসা চলছিল। ১ মাস ধরে তিনি একটি বেসরকারি হাসপাতালে ভর্তি ছিলেন। শনিবার সকালে ওখানেই প্রয়াত হন। অসীম বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে মুখ্যমন্ত্রীর পরিবারে শোকের ছায়া।

Advertisement

মুখ্যমন্ত্রীর মেজো ভাই ঘনিষ্ঠ মহলে কালী বন্দ্যোপাধ্যায় বলেই পরিচিত। পরিবারের তরফে জানা গেছে, কোভিড প্রোটোকল মেনে আজ দুপুরে নিমতলা মহাশ্মশানে শেষকৃত্য তাঁর শেষকৃত্য় হয়। উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রীর বাড়ির সদস্যরা। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী টুইট করে মুখ্যমন্ত্রীকে সমবেদনা জানান।

Advertisement

অসীম বন্দ্যোপাধ্যায়

কালীঘাটে একই বাড়িতে থাকতেন মুখ্যমন্ত্রী ও অসীম বন্দ্যোপাধ্যায়। হাসপাতাল সূত্রে খবর, গত একমাসে অসীম বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্যের অবস্থার কখনও উন্নতি হয়েছে, আবার কখনও অবনতি হয়েছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement