Mamata Banerjee

Mamata Banerjee: জিটিএ ভোটের আগেই জুনের প্রথম সপ্তাহে পাহাড় সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

জিটিএ নির্বাচনের আগে পাহাড় সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জিটিএ-র ১০ আসনে লড়ছে তৃণমূল। প্রার্থীদের উৎসাহ দিতেই এই সফর।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৯ মে ২০২২ ২০:২২
Share:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র

গোর্খা টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশনের (জিটিএ) নির্বাচনের আগেই পাহাড় সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার দুর্গাপুরে পৌঁছে নিজের পুরুলিয়া ও বাঁকুড়া সফরের পাশাপাশি, আসানসোলে ধন্যবাদজ্ঞাপন সভা করার কথা জানিয়েছেন তিনি। সঙ্গে জানিয়েছেন জুন মাসের প্রথম সপ্তাহেই ফের উত্তরবঙ্গ সফরে যাবেন। তাই রাজনীতির কারবারিরা মনে করছে, মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফর মানেই সেখানকার ভোটের আগে পাহাড়ে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন তিনি। কারণ, আগামী ২৬ জুন জিটিএ-র নির্বাচন ঘোষণা করেছে রাজ্য নির্বাচন কমিশন।

Advertisement


জুনে পাহাড় সফরে গিয়ে ফের সেই ভোটের প্রচারে ঝড় তুলতে পারেন তিনি। রবিবার জিটিএ নির্বাচনে ১০ আসনে ল়ড়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে তৃণমূল। রাজ্যের শাসকদলের প্রার্থিতালিকায় এ বার বড় চমক প্রাক্তন গোর্খা জনমুক্তি মোর্চা নেতা বিনয় তামাং। রবিবার দলীয় কর্মীদের সঙ্গে বৈঠকে পর প্রার্থিতালিকা প্রকাশ করেন পাহাড়ে তৃণমূলের পর্যবেক্ষক তথা রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস। এরই পাশাপাশি, শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোটেরও প্রার্থিতালিকা প্রকাশ করল শাসকদল। ওই নির্বাচনে অবশ্য সব আসনেই প্রার্থী দিয়েছে তৃণমূল। তাই মনে করা হচ্ছে, এ বার প্রার্থীদের সমর্থনে সরাসরি মুখ্যমন্ত্রী ভোট না চাইলেও, তাঁর সফরের সুফল পেতেই পারেন জোড়াফুল শিবিরের প্রার্থীরা।

Advertisement

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement