Mamata Banerjee

মমতাই ফিরবেন, হোম মিনিস্টার একটুও হোমওয়ার্ক করে আসেননি: তৃণমূল

রাজ্যে আইনের শাসন ও দুর্নীতির মতো বিষয় নিয়ে সরব শাহকে পাল্টা অপশাসন ও দুর্নীতির তিরেই বিঁধেছে তৃণমূল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৭ নভেম্বর ২০২০ ০৪:২২
Share:

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি পিটিআই।

রাজনৈতিক লক্ষ্যে রাজ্যে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ‘মিথ্যার বেসাতি’ করেছেন বলে অভিযোগ করল তৃণমূল। শাহের তোলা রাজনৈতিক ও প্রশাসনিক অভিযোগ খণ্ডন করে তৃণমূল সাংসদ সুখেন্দুশেখর রায় বলেন, ‘‘শুধু মিথ্যা বলে গেলেন! বোঝা গেল, দেশের হোম মিনিস্টার একটুও হোমওয়ার্ক করে আসেননি!’’ রাজ্যে বিজেপিতে যোগদানে ইচ্ছুকদের তালিকা দীর্ঘ বলে শাহ যে দাবি করেছেন, তাকেও কটাক্ষ করে তৃণমূল মুখপাত্রের পাল্টা দাবি, ‘‘তালিকা হাতে বসে থাকতে থাকতেই ওঁরা দেখবেন, মানুষ ফের মমতাকে ক্ষমতায় নিয়ে এসেছেন।’’

Advertisement

দু'দিনের দলীয় কর্মসূচি সেরে শুক্রবার সন্ধ্যায় সাংবাদিক বৈঠকে রাজ্য সরকার ও শাসক দল তৃণমূলের বিরুদ্ধে একাধিক পুরনো অভিযোগ ফের সামনে এনেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। রাজ্যে আইনের শাসন ও দুর্নীতির মতো বিষয় নিয়ে সরব শাহকে পাল্টা অপশাসন ও দুর্নীতির তিরেই বিঁধেছে তৃণমূল। পাশাপাশি তাদের অভিযোগ, বারেবারে মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগত ভাবে নিশানা করে ভিত্তিহীন অভিযোগ করেন শাহ। পাল্টা শাহ-পুত্রের প্রসঙ্গ এনে সুখেন্দুবাবুর বক্তব্য, ‘‘কোনও তথ্যপ্রমাণ ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ব্যক্তিগত কুৎসা করেন কেন? আমরা জানতে চাই, হঠাৎ ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব হওয়ার জন্য জয় শাহের কাছে কী জাদুমন্ত্র ছিল?’’

সুখেন্দুবাবু বলেন, ‘‘হাথরসের ঘটনা সারা দেশের মানুষ দেখেছে। আর দেশবাসীকে বিভ্রান্ত করতে বাংলার আদিবাসী পরিবারে অন্ন গ্রহণ করছেন!’’ রাজ্যে আইনশৃঙ্খলা ও তৃণমূলের বিরুদ্ধে হিংসার অভিযোগে গত দু’দিনে প্রকাশ্যে উদ্বেগ জানিয়েছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। সুখেন্দুবাবুর পাল্টা প্রশ্ন, ‘‘দিল্লিতে জনসভায় দাঁড়িয়ে গুলি করে মানুষ মারার ঘোষণা করেছিলেন কেন্দ্রের এক মন্ত্রী। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামা মানুষকে গুলি করার সেই হুমকি অমিত শাহেরা শুনতে পাননি!’’ রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ করে বিরোধীদের জব্দ করতে কেন্দ্রের নানা সংস্থাকে ব্যবহারের অভিযোগ করে তৃণমূল। শাহ এ দিন তা নস্যাৎ করে গ্রেফতার হওয়া এক কয়লা মাফিয়ার নাম করেই মুখ্যমন্ত্রীকে খোঁচা দেন। তার জবাবে ইঙ্গিতপূর্ণ কটাক্ষ করে সুখেন্দুবাবু বলেন, ‘‘অভিযোগ থাকলে তদন্ত করে দেখা হোক। দেশের মানুষ জানতে পারবেন কয়লা থেকে বিজেপি আমলে কে কে আত্মনির্ভর হয়েছেন!’’

Advertisement

আরও পড়ুন: সৌরভ বা শুভেন্দু? পদ্মের মুখ নিয়ে রহস্য বাড়ালেন অমিত

এ দিন দক্ষিণেশ্বর মন্দিরে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানেও মমতার বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের অভিযোগ করেন তিনি। সুখেন্দুবাবু বলেন, ‘‘রামকৃষ্ণদেবের মাটিতে দাঁড়িয়ে এ কথা বলছেন দেখে আমরা বিস্মিত! ঠাকুর নিজে মন্দির, মসজিদ, গির্জা— সবেতে সমান শ্রদ্ধাশীল ছিলেন। তাঁকে কী মনে করেন ওঁরা?’’

আরও পড়ুন: আমি মিউজিক পার্টির, শাহর সঙ্গে সাক্ষাৎ নিয়ে জল্পনা ওড়ালেন অজয় চক্রবর্তী

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement