Mamata Banerjee

সরস্বতী পুজোয় হঠাৎই নিজের কলেজ যোগমায়ায় মুখ্যমন্ত্রী, পড়ুয়াদের সঙ্গে গাইলেন ‘ঠাকুরের’ গান

পড়ুয়াদের সঙ্গেই পুজো এবং ভোগের আয়োজনপর্ব দেখেন তিনি। কত জনের খাওয়ার আয়োজন করা হয়েছে, তা-ও জিজ্ঞাসা করেন তিনি। পড়ুয়াদের সঙ্গে গলা মিলিয়ে রবীন্দ্রসঙ্গীত গাইতেও দেখা যায় তাঁকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৬ জানুয়ারি ২০২৩ ১৪:১৪
Share:

যোগমায়া দেবী কলেজে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফাইল চিত্র।

রেড রোডে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান থেকে ফিরেই যোগমায়া দেবী কলেজে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই কলেজেই স্নাতক স্তরের পড়াশোনা করেছেন তিনি। নিজের পুরনো কলেজ ঘুরে দেখেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন ৭৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা তাঁরই পরিবারের সদস্য কাজরী বন্দ্যোপাধ্যায়।

Advertisement

যোগমায়া দেবী কলেজেই ক্লাস হয় আশুতোষ এবং শ্যামাপ্রসাদ কলেজের পড়ুয়া। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী যখন কলেজে আসেন, তখন ছিলেন ৩ কলেজের পড়ুয়াই। পড়ুয়াদের সঙ্গেই পুজো এবং ভোগের আয়োজনপর্ব দেখেন তিনি। কত জনের খাওয়ার আয়োজন করা হয়েছে, তা-ও জিজ্ঞাসা করেন। পড়ুয়াদের সঙ্গে গলা মিলিয়ে রবীন্দ্রসঙ্গীত গাইতেও দেখা যায় তাঁকে। পড়ুয়ারা গাইছিলেন, “আকাশ ভরা সূর্য তারা।” এই গানে গলা মেলান মুখ্যমন্ত্রীও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement