মমতা বন্দ্যোপাধ্যায়।—ফাইল চিত্র
বিএসএনএল, বেঙ্গল কেমিক্যাল, এয়ার ইন্ডিয়ার মতো ৪৫টি রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণের প্রতিবাদে গাঁধী মূর্তির পাদদেশে তৃণমূল শ্রমিক সংগঠন অনশন চালিয়ে যাবে বলে জানিয়ে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার গাঁধী মূর্তির পাদদেশে অনশন মঞ্চের পাশেই তৃণমূলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান ছিল। সেখানেই মমতা বলেন, ‘‘৪৫টি রাষ্ট্রায়ত্ত সংস্থা কেন্দ্র বন্ধ করে দিতে চাইছে। লক্ষ লক্ষ কোটি কোটি ছেলেমেয়ের চাকরি চলে যাচ্ছে। ওঁদের পাশে আমরা আছি।’’ রাজ্য সরকার ডানলপ কারখানা অধিগ্রহণে রাজি। কিন্তু কেন্দ্র তার জন্য প্রয়োজনীয় অনুমতি দিচ্ছে না বলে এ দিন অভিযোগ করে মমতা বলেন, ‘‘আমরা কারখানাটা চালাতে চাই। বারবার কেন্দ্রের পায়ে ধরছি। তাও অনুমতি দিচ্ছে না! নিজেরাও কারখানাটা চালাচ্ছে না, আমাদেরও খুলতে দিচ্ছে না।’’
ছাত্র সমাবেশ সেরে অনশনকারীদের সঙ্গে দেখাও করেন মমতা। পরে তৃণমূলের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় অনশনমঞ্চে গিয়ে বলেন, ‘‘যতদিন না দাবি মেনে সিদ্ধান্ত প্রত্যাহার করছে ততদিন আপনারা লড়াই চালিয়ে যান। দরকারে আমরা দিল্লির বুকেও যেতে পারি।’’