Mamata Banerjee

ফের নন্দীগ্রাম সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী

১৮ জানুয়ারি নন্দীগ্রামের তেখালি মাঠের জনসভা থেকে বিধানসভা ভোটে সেখান থেকেই দাঁড়ানোর ইচ্ছাপ্রকাশ করেছেন মমতা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২১ ২১:১১
Share:

নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়। —ফাইল চিত্র

ফের নন্দীগ্রাম সফরে যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই সেখানে যেতে পারেন তিনি। প্রথম দিন নন্দীগ্রাম-১ ব্লকে ও পর দিন নন্দীগ্রাম-২ ব্লকে জনসংযোগ যাত্রা করতে পারেন তিনি।

Advertisement

গত ১৮ জানুয়ারি নন্দীগ্রামের তেখালি মাঠের জনসভা থেকে বিধানসভা ভোটে সেখান থেকেই দাঁড়ানোর ইচ্ছাপ্রকাশ করেছেন মমতা। তার পর থেকেই নন্দীগ্রামে কর্মী সমর্থকরা দেওয়াল লিখন শুরু করে দিয়েছেন। মুখ্যমন্ত্রীই প্রার্থী, ধরে নিয়ে সাংগঠনিক ভাবে নন্দীগ্রামে ভোটের প্রস্তুতি শুরু করে দিয়েছেন আবু তাহের-শেখ সুফিয়ানরা।

বৃহস্পতিবার তৃণমূল ভবনের বাইরে নন্দীগ্রামের তৃণমূল নেতা আবু তাহের দাবি করেছেন, ৫০ হাজার ভোটে জিতবেন দিদি। আবার তৃণমূলের গড় দক্ষিণ কলকাতায় দাঁড়িয়ে নন্দীগ্রামে মমতাকে আধ লাখ ভোটে হারানোর হুঙ্কার ছেড়েছেন শুভেন্দু অধিকারী। তাই মনে করা হচ্ছে এখন থেকেই শুভেন্দুর আক্রমণের জবাব হিসেবে প্রার্থী মমতা ঘন ঘন নন্দীগ্রাম যাবেন।

Advertisement

যদিও তৃণমূল নেত্রীর এই নন্দীগ্রাম সফর আপাতত রাজ্য নেতৃত্বের বিবেচনায়। পূর্ব মেদিনীপুর জেলা কমিটিকে কিছুই জানানো হয়নি। মুখ্যমন্ত্রীর সফর প্রসঙ্গে জেলা সভাপতি সৌমেন মহাপাত্র বলেছেন, ‘‘এখনও রাজ্য নেতৃত্ব এ বিষয়ে আমাদের কোনও নির্দেশ দেননি। তবে মুখ্যমন্ত্রীর সফরের কোনও নির্দেশ পেলে আমরাও প্রস্তুতি নেব।’’ এ প্রসঙ্গে নন্দীগ্রামের তৃণমূল নেতা সুফিয়ান বলেছেন, ‘‘দিদি ভোটে দাঁড়ানোর ঘোষণার পর থেকেই আমরা প্রস্তুতির কাজে ব্যস্ত। এখনও দিদি আসার খবর আমাদের জানানো হয়নি। জানালেই আমরা তৈরি রয়েছি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement