Mamata Banerjee

Mamata-Dilip: দিলীপকে নবান্নে চায়ের আমন্ত্রণ মমতার

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২১ ০৫:২১
Share:

মমতা বন্দ্যোপাধ্যায় ও দিলীপ ঘোষ। ফাইল চিত্র।

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে নবান্নে চায়ের আমন্ত্রণ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজনৈতিক বিরোধের আবহ থেকে সরে গিয়ে এই আমন্ত্রণ ‘সৌজন্যমূলক’ বলছে নবান্ন। রাজভবনে রবিবার স্বাধীনতা দিবসের চা-চক্রে বিজেপির দিলীপবাবু, তথাগত রায় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন। সূত্রের দাবি, দিলীপবাবু এবং তথাগতবাবুর সঙ্গে সৌজন্য বিনিময় করেছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দুর সঙ্গে সে সব কিছু হয়‌নি।

Advertisement

দিলীপবাবু জানান, মু্খ্যমন্ত্রী প্রথম তাঁকে সম্বোধন করে ডাকেন। তার পরে হাল্কা মেজাজে উভয়ের মধ্যে প্রাতর্ভ্রমণ, শরীরচর্চা, খাওয়াদাওয়া ইত্যাদি নিয়ে কথা হয়। জানা গিয়েছে, নবান্নে চা পানের আমন্ত্রণ ছাড়াও মমতা বিজেপির রাজ্য সভাপতিকে নিজের বাড়ির কালীপুজোয় আগাম আমন্ত্রণ জানিয়ে রেখেছেন। প্রসঙ্গত, বিমান বসু-সহ বামফ্রন্টের কিছু নেতা কয়েক বছর আগে নবান্নে মমতার সঙ্গে বৈঠকে গিয়ে ফিশ ফ্রাই, চা খেয়ে এসেছিলেন। তা নিয়ে রাজনীতির জল তখন অনেক দূর গড়িয়েছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement