মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।—ফাইল চিত্র।
রাজ্যে শান্তি ও সম্প্রীতির ঐতিহ্য বজায় রাখার আবেদন জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি বলেন, ‘‘কেউ কেউ মিথ্যা ছড়িয়ে বিভেদ তৈরির চেষ্টা করছে। এটা বিভেদের সময় নয়। এই সময় ঐক্যবদ্ধ ভাবে আমাদের করোনা মোকাবিলার কাজ করতে হবে।’’
রাজ্যে দু’একটি বিক্ষিপ্ত হিংসা ঘটনার দিকে ইঙ্গিত করে মুখ্যমন্ত্রী এ দিন তাঁর সরকারের মনোভাবও স্পষ্ট করে দিয়েছেন। তিনি বলেন, ‘‘যারা অশান্তি করছে, পুলিশকে বলেছি তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে। এই ‘লকডাউন’ ভেঙে যারা অশান্তি করেছে, বিপর্যয় মোকাবিলা আইনে মামলা হবে। সাম্প্রদায়িক উস্কানি ছড়ানোর মামলাও হবে।’’ কেউ কেউ বিভেদ তৈরির চেষ্টা করছে বলে অভিযোগ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘এখন হিন্দু-মুসলমান করছেন। করোনা নিয়ে হিন্দু-মুসলমান করা যায়? নিজের ধর্ম নিজের কাছে রাখুন।’’