রবিবার বেহালায় বক্তব্য রাখলেন মমতা।
শিক্ষা ক্ষেত্রে ‘কেলেঙ্কারি’র অভিযোগে ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র বেহালা পশ্চিমে গিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘‘এক জন জেলে আছেন। তাই, তা নিয়ে মন্তব্য করব না। আইন আইনের পথে চলবে।’’
শিক্ষক নিয়োগ ‘দুর্নীতি’-কাণ্ডে জড়িত থাকার অভিযোগে গত ২৩ জুলাই গ্রেফতার হয়েছেন পার্থ। মন্ত্রিত্বও হারিয়েছেন তিনি। দলের সমস্ত পদ থেকে তাঁকে সরিয়ে সাসপেন্ডও করা হয়েছে। তবে এখনও বেহালা পশ্চিমের বিধায়ক পার্থ। ২০০১ সাল থেকে ওই কেন্দ্রে বিধানসভা ভোটে জিতে আসছেন পার্থ। রবিবার তাঁর অনুপস্থিতিতে সেখানে গেলেন মমতা।
তিনি বলেন, ‘‘যাঁরা স্বাধীনতা আন্দোলনের পাঁচটা গান গাইতে পারেন না, তাঁরা আজ বেশি দেশপ্রেমের কথা বলেন। এক বার ঝান্ডার কথা বলেন তো তিন বার ডান্ডার কথা বলেন। আজ যদি না আসতাম এখানে, ওরা বলত, যে হেতু এক জন জেলে আছেন, তাই উনি ভয়ে এলেন না।’’ মমতার সংযোজন, ‘‘আমি বলি, বিচার তো এক দিন হবেই। কেউ যদি অন্যায় করে থাকেন, বিষয়টি যদি বিচারাধীন থাকে, আমি কোনও মন্তব্য করব না। আইন আইনের পথে চলবে। কোনটা হয়েছে আর কোনটা হয়নি। কেঁচো খুঁড়তে তো গোখরো বেরিয়ে যাবে।’’
এর পরেই কেন্দ্রকে আক্রমণ করে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘সারা দেশে কী চলছে! ব্যাঙ্কের টাকা তো লুট হয়ে গেল। রাজনৈতিক স্বাধীনতা, অর্থনৈতিক স্বাধীনতা, বাক্স্বাধীনতা, সম্পত্তির স্বাধীনতা থাকা উচিত সকলের। এই দেশের নাম ভারতবর্ষ। আমরা ভারতীয় হিসাবে গর্বিত। দেশের স্বাধীনতা সংগ্রামী ও সেনা জওয়ানদের কুর্নিশ জানাই।’’