আগের বার দিল্লি সফরে সনিয়ার বাড়িতে মমতা ফাইল চিত্র
এর আগে যত বার দিল্লি এসেছেন, সনিয়া গাঁধীর সঙ্গে তাঁর দেখা হয়েছে বেশির ভাগ সময়ে। এ বারও চার দিনের সফরে দিল্লি এসেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জল্পনা ছিল, তাঁর সঙ্গে দেখা হবে কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীর। কিন্তু সফরের তৃতীয় দিনেও সনিয়া-মমতা সাক্ষাৎ হয়নি। বুধবার এ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মমতা বলেন, ‘‘দিল্লি এলেই প্রত্যেক বার কেন দেখা করব?’’
গত মে মাসে বাংলায় তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা। তার কিছু দিন পর দিল্লি সফরে এসেছিলেন তিনি। সে বারও ১০ জনপথে গিয়ে সনিয়ার সঙ্গে দেখা করেছিলেন। বিজেপি বিরোধী জোট নিয়ে দু’জনের মধ্যে আলোচনাও হয়েছিল সেই সময়। এ বারও সাক্ষাতের জল্পনা ছিল। কিন্তু বুধবার মমতা বলেন, ‘‘সনিয়ার সঙ্গে এ বার আর কোনও বৈঠক নেই। ওঁরা পঞ্জাবের ভোট নিয়ে ব্যস্ত। প্রত্যেক বার কেন আমাদেরই সনিয়ার সঙ্গে দেখা করতে হবে? এটা তো সাংবিধানিক বাধ্যতা নয়।’’
বাংলায় সদ্য হওয়া কিছু উপনির্বাচনে প্রচারে এবং সম্প্রতি গোয়া সফরে গিয়ে কংগ্রেসের বিরুদ্ধে একাধিক বার তোপ দাগতে দেখা গিয়েছে মমতা-সহ তাঁর দলের অন্য নেতাদের। তার পর এ বারের দিল্লি-সফরে মমতা-সনিয়ার বৈঠক না হওয়ায় বিরোধী জোটের সম্ভাবনাও কার্যত বিশ বাঁও জলে বলেই মনে করছেন রাজনীতির কারবারিরা।