মমতা বন্দ্যোপাধ্যায়।
বাংলা দেশের অন্য রাজ্যগুলির থেকে অনেক নিরাপদ বলে দাবি করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীকে প্রকাশ্যেই বলতে শোনা গেল, ‘‘এটা উত্তরপ্রদেশ, বিহার নয়। এখানে রং দেখে বিচার হয় না। আমি পুলিশকে বলেছি, কোনও ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে।’’
গত কয়েক মাস ধরে বগটুই, হাঁসখালি থেকে শুরু করে বেশ কয়েকটি ঘটনায় সরকার এবং বাংলার পুলিশ প্রশাসনকে আক্রমণ করেছেন বিরোধীরা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাজ্য পুলিশের দায়িত্বে থাকা মুখ্যমন্ত্রী মমতাকে নাম করে আক্রমণ করতেও দ্বিধা করেননি। বস্তুত, হাঁসখালি-কাণ্ড নিয়ে যে রাজ্য সরকারকে বিরোধীদের কথা শুনতে হয়েছে তা নিয়ে প্রকাশ্যে অসন্তোষ প্রকাশ করতে দেখা গিয়েছিল মুখ্যমন্ত্রীকেও। প্রশাসনিক বৈঠকে নদিয়ার পুলিশ সুপারকে নাম করেই ভর্ৎসনা করেছিলেন তিনি। তবে বৃহস্পতিবার বিরোধীদের তিনি মনে করিয়ে দিলেন তাঁর রাজ্যে অপরাধ হলেও অপরাধীকে ছেড়ে কথা বলা হয় না। সম্প্রতিই হাঁসখালি কাণ্ডে ধর্ষকের বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। মমতা সে প্রসঙ্গই মনে করিয়ে দিয়ে বলেন, ‘‘এখানে দোষীরা শাস্তি পায়।’’
বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে লক্ষ্মীর ভান্ডারের অর্থ বিতরণের অনুষ্ঠানে হাজির ছিলেন মমতা। সেখান থেকেই উত্তরপ্রদেশের ললিতপুরের ঘটনার প্রসঙ্গ টেনে আনেন তিনি। মমতা বলেন, ‘‘যদি কেউ বলে বাংলায় যেও না, গেলে খুন হয়ে যাবে, আমার খুব গায়ে লাগে। বাংলা অন্য রাজ্যের থেকে অনেক ভাল। উত্তরপ্রদেশে থানায় অভিযোগ জানাতে গেলে পুলিশ ধর্ষণ করে।’’