মাদ্রাসা সংগঠনের অনশন অবস্থানে যোগ দিয়ে অসুস্থ দুই শিক্ষিকা। নিজস্ব চিত্র।
সম্মানজনক ভাতা-সহ অন্য কিছু দাবিতে লাগাতার অবস্থান এবং অনশন কর্মসূচিতে বসেছেন মাদ্রাসা শিক্ষক-শিক্ষিকাদের একাংশ। বিধাননগরে ‘ওয়েস্ট বেঙ্গল রেকগনাইজ্ড আন-এডেড মাদ্রাসা টিচার্স অ্যাসোসিয়েশন’-এর ডাকে ওই অবস্থান এক সপ্তাহ পেরিয়েছে। অনশন-অবস্থানের মঞ্চেই বুধবার অসুস্থ হয়ে পড়েছেন মুর্শিদাবাদ জেলার দুই শিক্ষিকা সোনিয়া পারভিন ও জর্জিয়া জোহানা। তাঁদের বিধাননগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আন্দোলনকারী সংগঠনের সভাপতি জাভেদ মিয়াঁদাদ বলেন, ‘‘আমরা মাদ্রাসার শিক্ষক বলেই কি আমাদের সঙ্গে রাজ্য প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগ এই রকম উপেক্ষার মনোভাব নিয়ে চলছে?’’ সংগঠনের রাজ্য সম্পাদক পলাশ রমের বক্তব্য, দাবি পূরণ না হলে আন্দোলনে মৃত্যুবরণেও তাঁরা তৈরি।