লম্বা উইকএন্ডের থেকে সুখবর আর কী হতে পারে! বিশেষ করে সরকারি কর্মীদের কাছে নতুন বছরে এ রকম ভাল খবর হাজির থাকছে একাধিকবার। ২০২০-র ক্যালেন্ডার জুড়ে ছোট বড় মেজো সেজো নানা মাপের সপ্তাহান্ত ছুটির ফাঁদ পেতে বসে আছে। এই সব তালিকাভুক্ত ছুটির সঙ্গে এক-দু’দিন ছুটি নিয়ে ফেলতে পারলেই কেল্লা ফতে! চোখ বুলিয়ে নেওয়া যাক সেই ‘ছুটির ক্যালেন্ডার’-এর দিকে।
জানুয়ারি মাসে এ বার দু’টি ছুটি রবিবার পড়েছে। প্রথমটি ১২ জানুয়ারি, স্বামী বিবেকানন্দের জন্মদিন। অন্যটি ২৬ জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস। তবে সরকারি চাকরিজীবীদের মনখারাপের কোনও কারণ নেই। আছে অন্য ছুটির সুযোগ।
নেতাজি জয়ন্তী অর্থাৎ ২৩ জানুয়ারি পড়েছে বৃহস্পতিবার। মাঝে একটা দিন ছুটি নিলেই চার দিনের লম্বা উইকএন্ড। একইরকম ভাবে সরস্বতী পুজো পড়েছে ৩০ জানুয়ারি, বৃহস্পতিবার। সেখানেও শুক্রবারটা ছুটি হলেই চারদিনের অবসরের হাতছানি।
দোল পূর্ণিমার ছুটি এ বার ৯ মার্চ। সে দিন সোমবার। শনি-রবি মিলিয়ে পাড়ি দিতেই পারেন কাছেপিঠে কোথাও। বা, নিছক বাড়িতে আলস্যযাপন।
১০ এপ্রিল গুড ফ্রাইডে। আবার তিন দিনের ব্রেক রয়েছে আপনার অপেক্ষায়। ওই মাসেই নববর্ষ আর অম্বেডকরের জন্মদিন পড়েছে একই মঙ্গলবারে, ১৪ তারিখ। মাঝে সোমবারের বাধা পার হতে পারলেই পাঁচ দিনের ছুটি আর কে আটকায়!
পরের মাসে মে দিবস পড়েছে শুক্রবার। আবার একফালি ছুটির অবকাশ। বুদ্ধ পূর্ণিমা ৭ মে বৃহস্পতিবার, পরদিন রবীন্দ্রজয়ন্তী। এরপর শনি-রবি। আবার চারদিনের লম্বা ছুটি। ২৫ মে সোমবার পড়ার কথা ঈদউলফিতর-এর। অর্থাৎ ফের তিনদিনের ছুটি।
ঈদউদজোহা বা বকরি ঈদের দিন এ বার ১ অগস্ট, শনিবার। ১৫ অগস্টও এ বার ক্যালেন্ডারে শনিবার। যে সব সরকারি কর্মীরা শনিবার পূর্ণদিবস ছুটি পান, তাঁদের তালিকা থেকে দু’টো ছুটি কমে গেল।
এ বার মহালয়া পড়েছে ১৭ সেপ্টেম্বর, বৃহস্পতিবার। মাঝে শুক্রবার ছুটি নিলেই পুজোর আগে চারদিনের অবসর।
এ বার মহালয়া আর পুজোর মাঝে এক মাসের বেশি ব্যবধান। অতদিন অপেক্ষা করতে না চাইলে গাঁধীজয়ন্তীর ছুটি কাজে লাগাতে পারেন। এ বার ২ অক্টোবর পড়েছে শুক্রবার। তারপর শনি-রবি মিলিয়ে তিনদিনের ছুটি।
দুর্গাপুজো শুরু ২২ অক্টোবর, বৃহস্পতিবার। সে দিন ষষ্ঠী। এরপর ছুটি চলবে সপ্তমী, শুক্রবার থেকে বিজয়া দশমী, সোমবার অবধি। আবার কোজাগরী লক্ষ্মীপুজো পড়েছে শুক্রবার, ৩০ অক্টোবর। আবার তিনদিনের ছুটি হাজির ক্যালেন্ডারে। এ বার কালীপুজো পড়েছে শনিবার, ১৪ নভেম্বর।
নভেম্বরেও আছে টানা তিনদিনের ছুটি। গুরু নানকের জন্মদিন পড়েছে শুক্রবার, ৩০ নভেম্বর। শনি-রবি মিলিয়ে আবার এক চিলতে অবসর আপনার জন্য।
এ বছর বড়দিন পড়েছে শুক্রবারে। ফলে বছরের শেষেও থাকছে ছুটির ফাঁদে ধরা দেওয়ার অপেক্ষা।