J P Nadda

পরিবর্তন এসে গিয়েছে, মমতাকে এ বার ছুটি দিয়ে দিন: নড্ডা

হামলার হাত থেকে বাদ যায়নি সংবাদ মাধ্যম এবং বিজেপি নেতাদের নিরাপত্তার দায়িত্বে থাকা গাড়িগুলিও। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২০ ১৩:৪৫
Share:

বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা।

ডায়মন্ড হারবারের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সরকারকে কড়া ভাষায় আক্রমণ করলেন জে পি নড্ডা। মমতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি। কাটমানি থেকে আমপানে কেন্দ্রের টাকায় দুর্নীতির অভিযোগ তুলেছেন সরাসরি মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। তাঁর কনভয়ে হামলা চালানো হয়েছে। সেই হামলা তৃণমূলের দুষ্কৃতীরা করেছে বলেও অভিযোগ তোলেন নড্ডা।

Advertisement

ডায়মন্ড হারবারে যাওয়ার পথে একাধিক জায়গায় হামলা, ইটবৃষ্টির মুখে পড়ে নড্ডার কনভয়। রাস্তার দু’পাশ থেকে উড়ে আসে ইট-পাথর। তবে সে সব এড়িয়ে শেষ পর্যন্ত ডায়মন্ড হারবারে পৌঁছন নড্ডা, কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, মুকুল রায়-সহ বিজেপি নেতারা। সভায় নড্ডা বলেন, ‘‘তৃণমূলের গুন্ডারা আমাকে আটকানোর কোনও ত্রুটি রাখেনি। কিন্তু এই গুন্ডারাজ আমরা মানব না। বিরোধীদের এই দমন-পীড়নের নীতি এ রাজ্য় থেকে দূর করতে চাই।’’

আমপানের ত্রাণের জন্য কেন্দ্রের দেওয়া টাকায় দুর্নীতির অভিযোগ তুলে নড্ডা বলেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে ১ হাজার কোটি টাকা দিয়েছেন। কিন্তু সেই টাকা ক্ষতিগ্রস্তরা পাননি। সুপ্রিম কোর্ট পর্যন্ত বলে দিয়েছে, সিএজি-কে দিয়ে তদন্তত করানোর জন্য।’’ রাজ্যে আয়ূষ্মান ভারত চালু না করার বিরুদ্ধেও সরব হন নড্ডা।

Advertisement

নড্ডার বক্তব্য:

• কিন্তু মমতা বলেন, করব না, কাটমানি চাই

• সাড়ে ৪ হাজার কোটি টাকা দিয়েছেন প্রধানমন্ত্রী আবাস যোজনায়

• গরিব মানুষের ঘর পাওয়া উচিত কি না, আপনারা বলুন

• মমতা খালি বলেন, আমাকে দিয়ে দাও (বাংলায় বলেন নড্ডা)

• এই তৃণমূলকেও এখানে আটকে দিন, আমরা ক্ষমতায় আসব, আয়ূষ্মান ভারত ফেরাব

• প্রধানমন্ত্রী আয়ূষ্মান ভারত প্রকল্পে ভারতবাসীর সুবিধা দিয়েছিলেন, সেটা মমতা আটকে দিয়েছেন

• সুপ্রিম কোর্ট বলে দিয়েছে, ওই টাকার দুর্নীতি হয়েছে কিনা, তা তদন্ত করতে হবে সিএজি-কে দিয়ে

• মোদীজি আমপানের জন্য ১০০০ কোটি টাকা দিয়েছে

• এই তৃণমূলকে আগামী নির্বাচনে ছুড়ে ফেলতে হবে, পদ্ম ফোটাতে হবে

• কিন্তু সেই টাকা সাধারণ মানুষের কাছে পৌঁছচ্ছে না, এখানকার ত্রিপল চোর, চাউল চোরেরা লুটে নিচ্ছে

• আমপানের টাকা দিয়েছে কেন্দ্র, নরেন্দ্র মোদী সরকার

• মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই বাংলার সংস্কৃতি ধ্বংস হয়েছে, সেটা ফিরিয়ে আনতে হবে

• এটাই কি এই রাজ্যের সংস্কৃতি?

• বিরোধীদের দমন, পীড়নের এই নীতি এই রাজ্য থেকে দূর করতে চাই

• এই গুন্ডারাজ আমরা মেনে নেব না

• একটা গাড়িও ছাড়েনি, সব গাড়িতেই আক্রমণ হয়েছে

• আমাদের নেতাদের গাড়িগুলি দেখুন

• তবু আমি ডায়মন্ড হারবারে পৌঁছেছি

• তৃণমূলের লোকজন আমাকে আটকানোর সব রকম চেষ্টা করেছে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement