Skin Cancer

এআই কি ত্বকের ক্যানসার আগে থেকে চিহ্নিত করতে পারবে? আশার আলো দেখালেন ভারতীয় গবেষক

এআই বা কৃত্রিম মেধাচালিত একটি ‘সিস্টেম’ লিজ়নের অবস্থা দেখে অথবা তার বর্ণনা শুনে বলে দিতে পারবে সেটি ক্যানসার কি না। ত্বকের ক্যানসারের চিকিৎসা সেই নতুন দিশা পেতে চলেছে এক ভারতীয় বংশোদ্ভূত গবেষকের হাত ধরেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৫ ১১:৩৬
Share:

ছবি : সংগৃহীত।

ত্বকের ক্যানসারের একটি লক্ষণ হল ‘লিজ়ন’। সাধারণত ত্বকের উপরে মৃত কোষের প্যাচ তৈরি হলে বা ত্বকে পুঞ্জীভূত ছোট-বড় ফোস্কা হলে অথবা ত্বকে উঁচু মাংসপিণ্ড তৈরি হলে তাকে লিজ়ন বলা হয়। তবে সব সময় লিজ়ন মানেই যে তা ক্যানসারের উপসর্গ তা-ও নয়। সে ক্ষেত্রে যাঁর ত্বকে লিজ়ন হয়েছে, তিনি কী করে বুঝবেন সেটি ক্যানসার কি না? পরীক্ষা করিয়ে দেখা সম্ভব। তবে সাম্প্রতিক একটি আবিষ্কার বলছে, লিজ়ন ক্যানসার কি না তার জন্য অত অপেক্ষা করারও দরকার নেই। এআই বা কৃত্রিম মেধাচালিত একটি ‘সিস্টেম’ লিজ়নের অবস্থা দেখে অথবা তার বর্ণনা শুনে বলে দিতে পারবে সেটি ক্যানসার কি না। ত্বকের ক্যানসারের চিকিৎসা সেই নতুন দিশা পেতে চলেছে এক ভারতীয় বংশোদ্ভূত গবেষকের হাত ধরেই।

Advertisement

এসেক্স বিশ্ববিদ্যালয়ের গবেষক হায়দারের নেতৃত্বে এআই নিয়ে ওই গবেষণা করেছিল এসেক্স বিশ্ববিদ্যালয় এবং চেক ফর ক্যানসার নামের একটি সংস্থা। ছবি: সংগৃহীত।

নাম ড. হায়দার রাজা। এসেক্স বিশ্ববিদ্যালয়ের গবেষক হায়দারের নেতৃত্বে এআই নিয়ে ওই গবেষণা করেছিল এসেক্স বিশ্ববিদ্যালয় এবং চেক ফর ক্যানসার নামের একটি সংস্থা। গবেষণায় সাহায্য করেছিল অ্যাঙ্গলিয়ান রাস্কিন বিশ্ববিদ্যালয় এবং কেমব্রিজের আডেনব্রুক হাসপাতালও। ড. রেজ়া বলছেন, ‘‘রোগীদের থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গবেষণা চালানো হয়েছে। তাতে দেখা গিয়েছে, প্রচলিত কিছু মাপকাঠির সাহায্য নিয়ে ৮৫ শতাংশ ক্ষেত্রে ত্বকের ক্যানসার সঠিক ভাবে চিহ্নিত করতে পেরেছে ওই নতুন এআই সিস্টেম।’’ যা ত্বকের ক্যানসার চিহ্নিত করার কাজ এবং তার পরে তার চিকিৎসা শুরুর কাজ দ্রুততার সঙ্গে করতে পারবে বলে মনে করছেন হায়দার। একই সঙ্গে তিনি বলছেন, কারও লিজ়ন যদি ক্যানসার না হয়, তবে তিনিও এআই সিস্টেমের মাধ্যমে তা জানতে পারবেন এবং অযথা চিন্তা থেকে মুক্ত হতে পারবেন।

এসেক্স বিশ্ববিদ্যালয় জানিয়েছে, ২৫ হাজার ১০৫ জন রোগীর থেকে প্রাপ্ত ৫৩ হাজার ৬০১ মেটাডাটা বিশ্লেষণ করা হয়েছে ওই এআই সিস্টেম মারফত। এর পাশাপাশি ওই সিস্টেম রোগীর বয়স, গায়ের রং, চুলের রং, পারিবারিক রোগের ইতিহাসও জানতে চেয়েছে। ওই সমস্ত তথ্যের ভিত্তিতে নিখুঁত ভাবে ৮৫ শতাংশ ক্ষেত্রে যথাযথ ভাবে রোগ চিহ্নিত করতে পেরেছে, যা প্রচলিত ‘সেভেন পিসিএল অ্যান্ড উইলিয়ামস’ পদ্ধতির থেকে অনেকটাই বেশি। চেক ফর ক্যানসারের চিফ মেডিক্যাল অফিসার গর্ডন উইজ়ার্ট বলছেন ‘‘শুধু লিজ়নের ছবি দেখেও যে ভাবে ক্যানসার চিহ্নিত করেছে এআই সিস্টেম, তা-ও প্রশংসার্হ।’’ এসেক্স জানিয়েছে, খুব শীঘ্রই স্মার্টফোনের মাধ্যমে ওই এআই সিস্টেমের সাহায্য পেতে পারবেন সাধারণ মানুষ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement