নন্দীগ্রামের মঞ্চে বিজেপি নেতৃত্ব।
সিঙ্গুর আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে ভুল হয়েছে। ক্ষমতয় এলে সিঙ্গুরে টাটাকে ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রীর কাছে দরবার করবেন তাঁরা। নন্দীগ্রামের সভায় দাঁড়িয়ে এমনই মন্তব্য করতে শোনা গেল বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়। সিঙ্গুর থেকে টাটা চলে যাওয়াতেই বাংলায় আর কোনও শিল্প আসেনি বলেও দাবি করলেন তিনি।
বিধানসভা নির্বাচনের আগে শুক্রবার নন্দীগ্রামে জনসভা করেন বিজেপি নেতৃত্ব। আর সেখানেই ফের একসঙ্গে, একই মঞ্চে দেখা গেল গেরুয়া শিবিরের হেভিওয়েট নেতাদের। তৃণমূল ছেড়ে বিজেপি-তে যোগ দেওয়া শুভেন্দু অধিকারী যেমন ছিলেন, তেমনই ছিলেন রাজ্য বিজেপি-র সভাপতি দিলীপ ঘোষ। এ রাজ্যে বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় এবং সর্বভারতীয় বিজেপি সভাপতি মুকুল রায়ও সেখান থেকে কড়া ভাষায় তৃণমূল সরকারকে আক্রমণ করেন।
লাইভ আপডেট:
• তোলাবাজ ভাইপো হটাও: শুভেন্দু
• সভা চলতে চলতে থেকে ঢিল পড়ছিল, যাতে সভা ভণ্ডুল হয়ে যায়, আপনারা চলে যান। আমি সিপিএম-এর বিরুদ্ধে লড়েছি। সিপিএম কিন্তু কখনও তৃমমূলের মিছিলে ঢিল ছোড়েনি: শুভেন্দু
• দিদিমণি জানেন, যেদিন নির্বাচন হবে, সে দিন বিজেপি জিতবে। তাই পিছনের দরজা দিয়ে মানুষের গণতন্ত্র হরণ করছেন: দিলীপ
• কেন্দ্র এবং রাজ্য, দু’জায়গায় বিজেপির সরকার থাকলে তবেই সমস্ত দাবিদাওয়া পূরণ হবে: দিলীপ
• শুধু দেশ নয় বিদেশেও আজকাল মোদীজির পুজো হচ্ছে। তাঁ মতো মহান নেতার হাত ধরে সোনার বাংলা গড়তে চাই আমরা: দিলীপ
• দিদি বলছেন, আমরা দল ভাঙছি। আর আপনি যেদিন সিপিএম-এর লোকদের জোর করে দলে শামিল করেছিলেন। কংগ্রেসের সঙ্গেও বিশ্বাসঘাতকতা করে বেরিয়ে এসেছিলেন: দিলীপ
• দিদিমণি বলছেন, বিজেপি দল ভাঙিয়ে নিয়ে যাচ্ছে। আমরা কেন ভাঙাতে যাব। নিজে থেকেই সকলে আসছেন: দিলীপ
• এই মুরুল রায় সাংসদ পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে এসেছেন। ওঁদের যোগ্য সম্মান দিয়েছি আমরা: দিলীপ
• বাড়ির সামেন পুলিশ বসিয়ে নেতাদের বিজেপি-তে যোগ দেওয়া আটকাচ্ছে তৃণমূল। রান্নাঘরে, বাথরুমে নেতাদের সঙ্গে পুলিশ যাচ্ছে। তাই শুভেন্দুদার সঙ্গে দল ছাড়তে চাইলেও অনেকেই পারেননি। তৃণমূলে কোনও গণতন্ত্র নেই: দিলীপ
• বাংলাদেশের সিমি, জামাত, আলকায়দা এখন বাংলায় ঘাঁটি গেড়েছে। এই বাংলা আমরা চাইনি। মেয়েরা বাড়ি ফএরা না পর্যন্ত চিন্তায় থাকি। এই দুশ্চিন্তা করার জন্য তো দিদিকে মুখ্যমন্ত্রী বানানো হয়নি? দিলীপ
• আমপানের টাকা তৃণমূলের দলে চলে গেল, দিদি বলছেন ভুল করে চলে গিয়েছে। কই ভুল করে আপনার-আমার অ্যাকাউন্টে তো টাকা আসে না? শুধু তৃণমূলের লোকজনের অ্যাকাউন্টেই টাকা যায় কেন? দিলীপ
• পার্ক স্ট্রিটে ধর্ষণের শিকার মহিলা অভিযোগ জানাতে থানায় বসে রইলেন। মুখ্যমন্ত্রী তাঁ চরিত্র নিয়ে প্রশ্ন তুলে দিলেন। যে মহিলা অফিসার তদন্ত করছিলেন, তাঁকে পর্যন্ত বদলি করে দেওয়া হল: দিলীপ
• পরিবর্তন করতে গিয়ে বাংলায় আমাদের ১৩৩ জন কর্মীর প্রাণ গিয়েছে। ওঁদের পরিবারকে কিছু জবাব দিতে পারি না। কিন্তু পরিবর্তন এনে তার জবাব দেব আমরা। আমার নিজের বিরুদ্ধেই ৩০-৪০টা মামলা চলছে। আমাদের হাজার হাজার কর্মী জেলে রয়েছেন। অপরাধ কী? তাঁরা বিজেপি করেন। এ ভাবে গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী বানাননি মানুষ: দিলীপ
• বিশ্বের সবচেয়ে বড় পার্টি বিজেপি। বাংলার মানুষ সব পার্টিকে দেখেছেন, তৃণমূল, কংগ্রেস, সিপিএম। তাদের কাজে মানুষ হতাশ। তাই মানুষ আজ পরিবর্তনের জন্য বিজেপির দিকে এগিয়েছেন: দিলীপ
• নন্দীগ্রামের সৈনিকরা, রাত জেগে যাঁরা পরিবর্তন এনেছিলেন, আজ তাঁরাই অবহেলিত। রক্ত দিয়ে ঘাম দিয়ে যাঁরা টিএমসি-কে তৈরি করেছিলেন, আজ তাঁরা বিজেপি-র পাশে: দিলীপ
• অনেকে জানতে চাইছিলেন করোনা কবে যাবে। এই করোনার চেয়েও ভয়ঙ্কর ভাইরাস তৃণমূল। তারা কবে যাবে বলে দিচ্ছি। তৃমমূলের ভ্যাকসিনও তৈরি করে ফেলেছি আমরা। মে মাসের ২০ তারিখের পরই তারা চলে যাবে। টিএমসি-র যাওয়ার দিন এসে গিয়েছে। ২০০ আসন নিয়ে আমাদের মুখ্যমন্ত্রী ক্ষমতায় বসবেন। আমরা সোনার াবংলা গড়ব: দিলীপ
• ২০২০ সাল খুব সঙ্কটের মধ্যে শেষ হয়েছে। ২০২১ এক উৎসাহ নিয়ে শুরু হয়েছে। নতুন বছর, নতুন আশা, নতুন সরকার নিয়ে এগোবে বাংলা: দিলীপ
• আমি আজ অতিথি শিল্পী, আজল নায়ক শুভেন্দু অধিকারী: দিলীপ
• গ্রামে ফিরে, বাড়ি ফিরে সকলকে বলুন, ভারতীয় জনতা পার্টির সমর্থনে কী পরিমাণ ভিড় হচ্ছে: কৈলাস
• মাফিয়াদের সরকার কি থাকা উচিত বাংলায়? যে নিয়ে মাফিয়া গিরি করে, সে দিলীপদাকে গুন্ডা বলে। দিলীপদা গুন্ডা? ভোটের দিন এর জবাব দিন সকলে মিলে। বুঝিয়ে দিন, কে গুন্ডা, কে মাফিয়া: কৈলাস
• অনেক সভা দেখেছি। কিন্তু এ রকম গরম সভা দেখিনি। কিছু লোক সভা ভণ্ডুল করার চেষ্টা করছেন তার পরেও লক্ষ লক্ষ লোক রয়েছেন এখানে: কৈলাস
• গরু মাফিয়া কে? কয়লা মাফিয়া কে? বিনয় মিশ্রর সঙ্গে বিদেশ গিয়েছিলেন ভাইপো। কে এই বিনয় মিশ্র? সিবিআই চেপে ধরলেই জেলে যেতে হবে ভাইপোকে: কৈলাস
• সোনার বাংলা গড়বেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন দিদি। কয়লা মাফিয়ারা তোলার বাংলা বানিয়ে দিয়েছে। আমি কথা দিচ্ছি, ক্ষমতায় এলে মোদীজির নেতৃত্বে বিজেপি সোনার বাংলা গড়ে তুলবে: কৈলাস
• বাংলায় কয়লা মাফিয়া কে?
• মানুষের ভিড় দেখেই বোঝা যাচ্ছে, টিএমসি যাচ্ছে আর বিজেপি আসছে। বিজেপির সরকার এলে কয়লা মাফিয়া, গরুয়া মাফিয়ারা বাঁচবে না: কৈলাস
• কিসান সম্মান নিধির আওতায় প্রতি কৃষকের হাতে ৬ হাজার টাকা তুলে দিচ্ছেন প্রধানমন্ত্রী। কিন্তু বাংলার কৃষকরা পাচ্ছেন না। দিদি বিদায় হলেই তা হাতে পাবেন আপনারা। একসঙ্গে হাতে ১৮ হাজার টাকা আপনাদের হাতে পৌঁছে যাবে: কৈলাস
• বিশ্বাসঘাতককে ধাক্কা দেওয়ার সময় এসেছে। এই বিধানসভা নির্বাচনই সেই সুযোগ: কৈলাস
• এনডিএ-র সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন মমতা: কৈলাস
• নন্দীগ্রামের মাটি মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী বানিয়েছে। সেই নন্দীগ্রামের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন: কৈলাস
• বাংলায় আর একটা পরিবর্তন দেখতে চাই: মুকুল
• নন্দীগ্রামে নেতৃত্ব দিয়েছিলেন শুভেন্দু: মুকুল
• এ বার পরিবর্তনের হাওয়া উঠেছে: মুকুল
• টাটাদের সিঙ্গুরে ফেরাতে অনুরোধ জানাব প্রধানমন্ত্রীকে: মুকুল
• এ বার পরিবর্তনের হাওয়া উঠেছে: মুকুল