Nabanna

নবান্ন অভিযানের পর এখনও নিখোঁজ এক বাম কর্মী, নিউ মার্কেট থানায় অভিযোগ দায়ের

বামদের অভিযোগ, নিখোঁজ দলীয় কর্মীর সঙ্গে খারাপ কিছু হয়ে থাকতে পারে। নবান্ন অভিযানের দিন প্রায় ৫০০ জন আন্দোলনকারী পুলিশের লাঠির আঘাতে আহত হয়েছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২১ ১৫:২৬
Share:

বামেদের নবান্ন অভিযানে এই ছবিই দেখা গিয়েছিল। —ফাইল চিত্র।

বাম কর্মী মইদুল ইসলাম মিদ্যার মৃত্যু ঘটনায় তোলপাড় রাজ্য রাজনীতি। এই শোরগোলের মধ্যে জানা গেল, নবান্ন অভিযানের পর আরও এক বাম কর্মী নিখোঁজ। ঘটনার দিন থেকে পাঁশকুড়ার বাসিন্দা দীপককুমার পাঁজার সন্ধান এখনও পাননি তাঁর পরিবার। ইতিমধ্যে কলকাতার নিউ মার্কেট থানায় অভিযোগ দায়ের (জেনারেল ডায়েরি) হয়েছে। শুরু হয়েছে তদন্ত।

Advertisement

বাম সমর্থকদের অভিযোগ, তাঁর সঙ্গে খারাপ কিছু হয়ে থাকতে পারে। নবান্ন অভিযানের দিন প্রায় ৫০০ জন আন্দোলনকারী পুলিশের লাঠির আঘাতে আহত হয়েছেন। মইদুলকে নির্বিচারে লাঠি দিয়ে মারা হয়। তেমন ভাবেই দীপকের সঙ্গেও একই ঘটনা ঘটে থাকতে পারে। বাম সমর্থকদের দাবি, অবিলম্বে দীপককে খুঁজে বার করতে হবে।

পুলিশ মর্গে মইদুলের ময়নাতদন্তের প্রক্রিয়া শুরু হয়েছে। মর্গের সামনে জমছে ভিড়। পুলিশকে ঘিরে বিক্ষোভও দেখান বাম সমর্থকরা। এই জমায়েত থেকেই স্লোগান উঠছে, দীপককুমার পাঁজাকেও খুঁজে বার করতে হবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement