মালদহে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। —নিজস্ব চিত্র
বিহারে আরজেডি-কংগ্রেসের সঙ্গে ‘মহাগঠবন্ধন’-এ শামিল হয়েছিল বামেরা। প্রতিবেশী রাজ্যে আশাতীত ফল তাদের। এ রাজ্যেও বামেদের সঙ্গে কংগ্রেসের জোট প্রায় পাকা। তবে বিহারে আসন কমেছে কংগ্রেসের। এই পরিস্থিতিতে হাত শিবিরের সঙ্গে জোটে যাওয়ার প্রশ্নে অবশ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু জানালেন, ধর্মনিরপেক্ষ যে কোনও শক্তির সঙ্গেই জোট করতে আপত্তি নেই বামেদের। যদিও তৃণমূলের সঙ্গে জোটের প্রশ্নই নেই বলেও জানিয়েছেন বামফ্রন্ট চেয়ারম্যান।
দলীয় কর্মসূচিতে বুধবার মালদহে এসেছেন বিমান বসু। জেলার দলীয় কার্যালয় মিহির দাস ভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিমানবাবু এ দিন বলেন, ‘‘তৃণমূল কংগ্রেস ও বিজেপি দু’টি দলই সাম্প্রদায়িক। তাই এ রাজ্যে রাজ্যে বিধানসভা নির্বাচনে তৃণমূলের সঙ্গে জোটে সমঝোতার কোনও প্রশ্নই নেই। বামেরা টিএমসি, বিজেপি— দু’দলের বিরুদ্ধেই লড়াই করবে।’’
বিহারের নির্বাচনে কংগ্রেসের খারাপ ফলের পর এই রাজ্যে কংগ্রেসের সাথে জোট করা সঠিক হবে কি? বিমানবাবু বলেন, ‘‘রাজ্যে সাম্প্রদায়িক শক্তিকে ঠেকাতে যে কোনও ধর্মনিরপেক্ষ শক্তির সঙ্গে জোট করবে সিপিআই (এম)।’’ তিনি আরও বলেন, ‘‘এ রাজ্যে বিহার মডেল নকল করার প্রয়োজন হবে না। ১৬টি দল জোটবদ্ধ ভাবে গত কয়েক দশক এই রাজ্যে লড়াই করছে। তৃণমূলের কোনও নীতি-আর্দশ নেই।’’
আরও পড়ুন: মাত্র ১২ ভোটে হিলসায় জয়ী জেডিইউ প্রার্থী! কী বললেন ৫ ভোটে হারা সুজন চক্রবর্তী
আরও পড়ুন: সাড়ে ৭ মাসের ‘ঘুম’ ভাঙা আড়ষ্টতা কাটতেই ভিড়-ব্যস্ততার চেনা ছবি হাওড়া স্টেশনে
তৃণমূল অবশ্য বিষয়টি নিয়ে কোনও মন্তব্য করতে চায়নি। দলের জেলা সভানেত্রী মৌসম বেনজির নুর বলেন, ‘‘বিষয়টি রাজ্য নেতৃত্ব বলবে। আমার এ বিষয়ে মন্তব্য করা ঠিক হবে না।’’