নিয়োগ দুর্নীতিতে তৃণমূলকে নিশানা বিমান বসুর। —ফাইল ছবি।
বামফ্রন্ট আমলে নিয়োগে দুর্নীতি হয়ে থাকলে তাঁদের বিরুদ্ধে মামলা করা হোক। রবিবার তৃণমূলকে চ্যালেঞ্জ করে বললেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। তিনি বলেন, ‘‘যাঁরা বামেদের আমলে দুর্নীতির কথা বলছেন, তাঁদের আমি অনুরোধ করব আপনারা মামলা ঠুকুন। মামলা ঠুকে ইডি, সিবিআই নিয়ে আসুন। প্রস্তুতি রয়েছি।’’
স্কুলে নিয়োগ দুর্নীতির অভিযোগে জেলে রয়েছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী, তৃণমূল বিধায়ক-সহ শিক্ষা দফতরের অনেক প্রাক্তন কর্তা। শাসকদলের অনেক নেতা-কর্মীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে তদন্ত করছে সিবিআই এবং ইডি। এমতাবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের অনেকেই বাম আমলে শিক্ষায় দুর্নীতির অভিযোগে সরব হয়েছেন। তখন চিরকুটে চাকরি দেওয়া হত বলে অভিযোগ করা হচ্ছে। বিমানের পাল্টা দাবি, বাম আমলে কোনও দিন চিরকুটের কথা তিনি শোনেননি। টিভি৯-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘চিরকুট প্রথার কথা অতীতে কোনও দিন শুনিনি। চিরকুট প্রথার কথা কোনও এক সময় রাজ্যের তৃণমূল নেত্রী বলেছিলেন। তবে ১৯৭২ সালে সিদ্ধার্থশঙ্কর রায় মুখ্যমন্ত্রী থাকাকালীন রাইটার্স বিল্ডিংয়ে বসার জায়গা পেতে চিরকুট দিয়ে মন্ত্রীকে অনুরোধ করা হত।’’
এখন তাঁদের উপর দুর্নীতির দায় চাপানো প্রসঙ্গে তৃণমূলের পাশাপাশি আরএসএস (রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ)-কেও নিশানা করেন বর্ষীয়ান সিপিএম নেতা। তিনি বলেন, ‘‘এটা তো নববোধোদয়। আরএসএস-এর পরামর্শে তৃণমূলের এই নববোধোদয়ের জন্ম হয়েছে। কিন্তু এখন যে টাকার পাহাড় মানুষ দেখতে পেয়েছেন, এর আগে এত টাকা মানুষ দেখেছেন কি না সন্দেহ রয়েছে।’’ বিমান আরও বলেন, ‘‘এখন আমি শুনতে পাই অনেকে বলছেন, দাদা আপনাদের সময় ভাল ছিল। এখন অনেক মুশকিলে রয়েছি।’’