সংবিধান রক্ষার কর্মসূচিতে বিমান বসু। এন্টালিতে। নিজস্ব চিত্র।
বর্তমান পরিস্থিতিতে দেশের অখণ্ডতা ও সংবিধান রক্ষার জন্য ‘শপথ’ নিল বাম এবং কংগ্রেস। দেশের ৭৪তম স্বাধীনতা দিবসে সংবিধান বাঁচানোর ডাক দিয়ে কোথাও যৌথ ভাবে, কোথাও আবার বিভিন্ন বাম দল নিজেদের মতো করে পথে নেমেছিল। রাজ্যের বিভিন্ন প্রান্তে শনিবার এই কর্মসূচি থেকেই নরেন্দ্র মোদী সরকারের কাজকর্মের বিরুদ্ধে ‘সর্বাত্মক প্রতিরোধ’ গড়ে তোলার ডাক দিয়েছেন বাম ও কংগ্রেস নেতৃত্ব।
কলকাতার ৪৩টি জায়গায় এ দিন ছোট ছোট জমায়েত করেছিল বামফ্রন্টের শরিক ও সহযোগী মিলে ১৬টি দল। এন্টালি মোড়ে জমায়েতে ছিলেন বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু, কলেজ স্ট্রিট বাটার মোড়ে কর্মসূচিতে শামিল হয়েছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। পাশাপাশিই, হুগলি জেলার শেওড়াফুলিতে সংবিধান রক্ষার শপথগ্রহণ কর্মসূচিতে জেলার বাম নেতৃত্বের সঙ্গে ছিলেন বিরোধী দলনেতা, কংগ্রেসের আব্দুল মান্নান। এন্টালিতে বিমানবাবু বলেন, ‘‘প্রধানমন্ত্রী বলছেন রামমন্দির প্রতিষ্ঠা নাকি দেশের আর একটা স্বাধীনতা সংগ্রাম! সঙ্ঘ পরিবারের কাছে এখন স্বাধীনতার পাঠ নিতে হবে?’’ তাঁর আহ্বান, ‘‘দেশের অখণ্ডতা ও সংবিধানকে সুরক্ষা দেওয়ার জন্য যে কোনও রকম প্রতিরোধমূলক আন্দোলনে আমরা তৈরি।’’