CPM

কাজ করুক কেন্দ্র, দাবি বাম-কংগ্রেসের

এই বিপর্যয়ের মধ্যেও কেন্দ্র ও রাজ্যের ঝগড়া দেখতে দেখতে মানুষ তিতিবিরক্ত! এখন আবার ‘রেড জ়োন’ নিয়েও সংঘাত।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০২ মে ২০২০ ০২:১৮
Share:

প্রতীকী ছবি।

লকডাউনের মেয়াদ এক মাসের বেশি হয়ে গিয়েছে। কিন্তু এখনও কেন্দ্রীয় সরকারের দিক থেকে পর্যাপ্ত সক্রিয়তা দেখা যাচ্ছে না বলে ফের সরব হলেন বিরোধী সিপিএম ও কংগ্রেস নেতৃত্ব। পরিযায়ী শ্রমিকদের ফেরানোর জন্য ট্রেনের ব্যবস্থা করতে কেন্দ্র কেন তৎপরতা দেখাচ্ছে না, সেই প্রশ্ন তুলছেন তাঁরা। পাশাপাশিই তাঁদের দাবি, অন্য সব বিতর্ক ছেড়ে রাজ্যপালেরও উচিত এই সব জরুরি বিষয়ে কেন্দ্রীয় সরকারের সঙ্গে যোগাযোগ করে হস্তক্ষেপ চাওয়া।

Advertisement

বিরোধী দলনেতা আব্দুল মান্নান শুক্রবার বলেছেন, ‘‘এই বিপর্যয়ের মধ্যেও কেন্দ্র ও রাজ্যের ঝগড়া দেখতে দেখতে মানুষ তিতিবিরক্ত! এখন আবার ‘রেড জ়োন’ নিয়েও সংঘাত। কেন্দ্র শুধু নির্দেশিকা পাঠিয়ে দিয়েই দায় সেরে ফেলতে পারে না। পরিযায়ী শ্রমিকেরা যাতে সুষ্ঠু ভাবে ফিরতে পারেন, বিপন্ন মানুষ যাতে আর্থিক সহায়তা পান, তার ব্যবস্থা কেন্দ্রকেও করতে হবে।’’ করোনা সংক্রমণের ‘জ়োন’ ঘিরে বিতর্ক বন্ধের দাবি জানিয়ে বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তীও বলেছেন, ‘‘মুখ্যমন্ত্রীর কাছে বিভিন্ন বিষয়ে আমরা বারবার হস্তক্ষেপ চেয়েছি। কিন্তু রাজ্যের পক্ষেই বা কত বাসের ব্যবস্থা করে কত লোককে ফেরানো সম্ভব? কেন্দ্রীয় ভাবে একটা ব্যবস্থা হতে হবে। শুধু একটার পর একটা নির্দেশিকা দিয়ে যাওয়া কোনও সরকারের কাজ হতে পারে না!’’ উত্তরপ্রদেশে আটকে থাকা মুর্শিদাবাদের প্রায় ৫০ জন পড়ুয়াকে ফেরানোর ব্যবস্থার জন্য আর্জি জানিয়ে এ দিনই ওই রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে চিঠি পাঠিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement