Left Front

কংগ্রেসের বার্তা, ফের বাম-বৈঠক কাল

অধীরবাবুর সঙ্গে আলোচনা করে বৈঠকের প্রস্তাব নিয়ে প্রদীপবাবু কথা বলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র্রের সঙ্গে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০২০ ০২:৪৬
Share:

ছবি: সংগৃহীত।

পুজোর মধ্যে এক প্রস্ত আলোচনা হয়েছিল। কালী পুজো মিটতেই দ্বিতীয় পর্বের বৈঠকে বসতে চলেছেন বাম ও প্রদেশ কংগ্রেস নেতৃত্ব।

Advertisement

প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে অধীর চৌধুরী দায়িত্ব নেওয়ার পরে তাঁর নেতৃত্বে কংগ্রেসের সঙ্গে চার বাম দলের নেতাদের প্রথম বৈঠক হয়েছিল সপ্তমীর সন্ধ্যায়, আরএসপি-র ক্রান্তি প্রেসে। সে বার বৈঠকের জন্য উদ্যোগী হয়েছিল বামেরা। বিহারে বিধানসভা ভোটের ফলাফলের পরে এ বারের বৈঠকের জন্য তৎপরতা দেখিয়েছে কংগ্রেস। প্রদেশ সভাপতি অধীরবাবুর সঙ্গে রবিবার প্রদেশ কংগ্রেস সমন্বয় কমিটির চেয়ারম্যান প্রদীপ ভট্টাচার্যের কথা হয়েছে। উৎসবের মরসুম মিটে যাচ্ছে, ফের জোটের আলোচনা দ্রুত শুরু করা দরকার, এই মর্মেই কথা হয় দু’জনের। অধীরবাবুর সঙ্গে আলোচনা করে বৈঠকের প্রস্তাব নিয়ে প্রদীপবাবু কথা বলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু ও সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র্রের সঙ্গে। অধীরবাবুর সঙ্গেও বিমানবাবুর কথা হয়েছে। ঠিক হয়েছে, দু’পক্ষ কাল, মঙ্গলবার ফের বৈঠকে বসবে।

প্রদীপবাবু বলেন, ‘‘যৌথ কর্মসূচি যা হচ্ছে, রাজ্য ও জেলা স্তরে তাকে আরও জোরদার করা দরকার। কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন জন-বিরোধী পদক্ষেপের বিরুদ্ধেই আমরা আরও আন্দোলন গড়ে তুলতে চাই। পরিস্থিতি অনুযায়ী সব বিষয় নিয়েই বাম নেতৃত্বের সঙ্গে আলোচনা হবে।’’ বাম সূত্রেও বলা হয়েছে, কোথায় কখন বৈঠক হবে, তা ফের কংগ্রেস নেতাদের সঙ্গে কথা বলে ঠিক করে নেওয়া হবে।

Advertisement

আরও পড়ুন: কেন্দ্রীয় বাহিনীর কর্তৃত্বের প্রস্তাব খারিজ

আরও পড়ুন: দিল্লি হিংসায় উমর খালিদের বিরুদ্ধে ইউএপিএ আইনে মামলায় সায় কেজরীবালের

ওই বৈঠকের পর দিন, বুধবার বাদুড়িয়ায় সভা করতে যাওয়ার কথা অধীরবাবুর। বাদুড়িয়ার বিধায়ক কাজী আব্দুল রহিম (দিলু) সম্প্রতি কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন। তার পরেই সেখানে সভা করছে কংগ্রেস। বাম ছাত্র সংগঠনগুলি আবার বুধবার, ১৮ নভেম্বর রাজ্য জুড়ে বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে। লকডাউনের মধ্যে বিপুল মানুষের কাজ হারানো, তারই মধ্যে কেন্দ্রীয় সরকার যে ভাবে শিক্ষা, কৃষি ও শ্রম ক্ষেত্রে একের পর এক বিল পাশ করে সাধারণ মানুষের দুর্দশা বাড়িয়েছে, তার প্রতিবাদে ২৬ তারিখের ধর্মঘটে ছাত্র সমাজকেও শামিল হওয়ার আহ্বান জানিয়েছে এসএফআই, এআইএসএফ, পিএসইউ, ছাত্র ব্লক, আইসা এবং ডিএসও। সিপিআই (এম-এল) লিবারেশন এবং এসইউসি-র ছাত্র সংগঠনকে সঙ্গে নিয়েই বুধবারের বিক্ষোভ কর্মসূচি করবে চার বাম দল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement