মুকুল রায়।
বিজেপিতে চলে যাওয়া মুকুল রায় ফের তৃণমূলে ফিরতে পারেন বলে যে গুঞ্জন ছড়িয়েছে তাতে নতুন মাত্রা যোগ করলেন তৃণমূলের সদ্যনিযুক্ত মুখপাত্র কুণাল ঘোষ। তাঁর ইঙ্গিত, মুকুলবাবু নিজেই ইতিমধ্যে এ ব্যাপারে উদ্যোগী হয়েছেন। মূল প্রসঙ্গ সরাসরি কিছু না বলে মুকুলের সতর্ক প্রতিক্রিয়া, ‘‘তৃণমূলের মুখপাত্রের কথার কী বা জবাব দেব!’’
দল ছেড়ে যাওয়া একাধিক পরিচিত মুখই সাম্প্রতিক অতীতে তৃণমূলে ফিরে আসার ঘটনা ঘটছে। সেই তালিকায় মুকুলবাবুর নাম নিয়েও সম্প্রতি রাজনৈতিক মহলে চর্চা হয়েছে। মুকুল নিজে তা অস্বীকার করলেও শনিবার নতুন করে বিষয়টি সামনে এনেছেন কুণাল। শুক্রবার তিনি বলেন, ‘‘মুকুলবাবু ও তৃণমূলের আলোচনা হয়েছে কি না তা নিয়ে অনেকে অনেক কিছু বলছেন। মুকুলবাবু নিজের নাতনির মাথায় হাত রেখে বলুন না, তিনি তৃণমূলে ফিরতে আগ্রহ দেখাননি। বলুন না যে তিনি এ নিয়ে কোথাও তৃণমূলের সঙ্গে কোনও আলোচনায় বসেননি।’’ মুকুলের বক্তব্য, ‘‘এ বিষয়ে যা বলার তা তো সাংবাদিক বৈঠক করে বলেছি। আর নতুন করে কিছু বলার নেই।’’
যে প্রেক্ষিতে মুকুল-তৃণমূল বৈঠক নিয়ে গুঞ্জন ছড়িয়েছে এদিন তা জানিয়ে কুণাল বলেন, ‘‘তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া অনেকেই ফিরে আসছেন। একজন পুরনো কর্মী হিসেবে মুকুলবাবুর ফিরে আসার আগ্রহ স্পষ্ট হলে দল নিশ্চয় আলোচনা করবে।’’ তবে পাশাপাশি কুণালের দাবি, ‘‘এখন যা রাজনৈতিক অবস্থা তাতে মুকুলবাবুর আসা না-আসায় কোনও ক্ষতিবৃদ্ধি নেই।’’