Kunal Ghosh

Kunal Ghosh: বিজেপি-র অভ্যন্তরে আদি-নব্য-পরিযায়ীদের মধ্যে পদ নিয়ে দ্বন্দ্ব চলছে, কটাক্ষ কুণালের

সাংবাদিক বৈঠকে এ প্রসঙ্গে তথাগত রায়ের টুইটের উল্লেখ করেন কুণাল ঘোষ। এসেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় গোয়া সফরের প্রসঙ্গও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জানুয়ারি ২০২২ ১৭:৩২
Share:

ফাইল ছবি

ফের সাংবাদিক বৈঠকে বিজেপি-র অন্তর্দ্বন্দ্বকে কটাক্ষ করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, রাজ্য বিজেপিতে পদ নিয়ে আদি-নব্য-পরিযায়ীদের মধ্যে দ্বন্দ্ব চলছে।

এ প্রসঙ্গে তথাগত রায়ের টুইটের উল্লেখ করেন কুণাল ঘোষ। তিনি বলেন, ‘‘প্রবীণ নেতা দলে ‘কামিনী-কাঞ্চন’-এর প্রধান্যের কথা উল্লেখ করছেন। সেই অভিযোগ থেকে দৃষ্টি ঘোরাতে বিজেপি-র আইটি সেলের প্রধান অমিত মালব্য একের পর এক টুইট করছেন।’’

Advertisement

এর আগে সকালে দিলীপ ঘোষকে উদ্দেশ্য করে এক টুইটে কুণাল লেখেন, ‘দিলীপ ঘোষের 'কঁহি পে নিগাহে, কঁহি পে নিশানা।' উনি রাজ্য বিজেপির বিদ্রোহে মদত দিচ্ছেন, শাসক গোষ্ঠীর বিপাকে পড়া উপভোগ করছেন। আর নজর ঘুরিয়ে বিভ্রান্তি রাখতে কৌশলে তৃণমূলের বিরুদ্ধে ভুলভাল বলছেন। এসব ওঁর 'মন কি বাত' নয়। বিজেপির ক্ষমতাসীনদের উত্যক্ত করাটাই ওঁর ‘ মন কি চাহত'।’’

তিন দিনের সফরে গোয়ায় গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সফরকে কটাক্ষ করেছে বিজেপি। এ প্রসঙ্গে কুণাল বলেন, ‘‘মানুষ চেয়েছেন, তাই তিনি গোয়ায় গিয়েছেন। সে রাজ্যে বিজেপি-র বিরোধী শক্তি হয়ে উঠেছে তৃণমূল।’’ এ বিষয়ে কংগ্রেসের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘‘এত দিন কংগ্রেস কিছু করেনি বলে সেখানে বিজেপি ক্ষমতায় রয়েছে। তাই তাদের সদিচ্ছা নিয়ে প্রশ্ন থেকে যায়।’’

Advertisement

অভিষেকের গোয়া সফরকে কটাক্ষ করেছেন অধীর চ‌ৌধুরীও। সেই প্রসঙ্গ তুলেও তৃণমূলের মুখপাত্র বলেন, ‘‘রাজ্যে কংগ্রেস শূন্য হয়ে গিয়েছে আর উনি গোয়ার কথা বলছেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement