কুণাল ঘোষের তীব্র আক্রমণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। ফাইল চিত্র।
শুভেন্দু অধিকারীকে ‘আলুভাতে মার্কা নেতা’ বলে আক্রমণ করলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। মঙ্গলবার বিজেপির নবান্ন অভিযানের মিছিলে যোগ দেওয়ার আগেই পুলিশের হাতে আটক হয়ে যান রাজ্যের বিরোধী দলনেতা। আটক হন সাংসদ লকেট চট্টোপাধ্যায় এবং বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিংহও। শুভেন্দু আটক হওয়ার পরেই সাংবাদিক বৈঠক করেন কুণাল। তিনি বলেন, ‘‘অভিযানের শুরুতেই গাড়িতে উঠে গেল? যাঁর এত এত কথা, বিরোধী দলনেতা নাকি যুদ্ধ ঘোষণা করেছেন! পুলিশ ঘিরেছে, বাধা দেবে না?’’ তিনি আরও বলেন, ‘‘দিলীপ ঘোষ বলেছিলেন বাধা দিলে রাস্তায় বসতে হবে। শুভেন্দু তো নিজেই গিয়ে পুলিশের গাড়িতে উঠে বসলেন। একটা আস্ত আলুভাতে।’’
শুভেন্দুতে খোঁচা দিয়ে কুণাল বলেন, ‘‘ছোটবেলায় বাবার দয়ায় আর বড় বেলায় দিদির দয়ায় ঠান্ডা ঘরে বসে নেতা হয়েছেন। গণ আন্দোলন, রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন, পুলিশের সঙ্গে লড়াই এ সব ওর ডিকশনারিতে নেই। একটা আস্ত বাতেলাবাজ।’’ তিনি আরও বলেন, ‘‘নিজে একাধিক ঘটনায় অভিযুক্ত। বিজেপিতে গেছে শুধু মাত্র গ্রেফতারি এড়াতে। বিরোধী দলনেতা হয়েছেন, যতগুলো সংবাদমাধ্যমের ক্যামেরা, তত মিনিটও তো তার নার্ভ কাজ করল না। হাঁটতে হাঁটতে চলে গেল।’’
কুণাল বলেন, ‘‘আমরা তো ভেবেছিলাম রাস্তায় বসবে। এ ধরনের আন্দোলনে তো এমনটাই হয়। পুলিশকে তুলে নিয়ে যেতে হয়। কত ছবি উঠবে। হেঁটে হেঁটে নিজে পুলিশের গাড়িতে উঠে গেল। তিন জন মহিলা পুলিশকে দেখেই ফুস হয়ে গেল।’’ তাঁর কথায়, ‘‘একটা আলুভাতে মার্কা বিরোধী দলনেতা। এর ভরসায় বিজেপি কর্মীরা লড়ছেন? এই বিরোধী দলনেতার ভরসায় এত কিছু?’’