Accident

দুই বাসের মাঝে পড়ে পিষ্ট যুবক

পুলিশ জানিয়েছে, ৩০৮ নম্বর বি বি চ্যাটার্জি স্ট্রিটের বাসিন্দা অবিনাশ বি কম চূড়ান্ত বর্ষের ছাত্র ছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২০ ০২:০৪
Share:

অবিনাশ সাউ

দুই বাসের রেষারেষির মাঝে পড়ে প্রাণ গেল ২১ বছরের এক যুবকের। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে কসবা ডাকঘরের কাছে, রাসবিহারী কানেক্টরে। একটি বাস বেপরোয়া গতিতে এসে আর একটি বাসকে ওভারটেক করতে যাওয়ায় দু’টি বাসের মাঝে পড়ে পিষে যান ওই যুবক। মৃতের নাম অবিনাশ সাউ। তাঁর বাড়ি কসবা থানা এলাকারই বি বি চ্যাটার্জি স্ট্রিটে।

Advertisement

পুলিশ জানিয়েছে, ৩০৮ নম্বর বি বি চ্যাটার্জি স্ট্রিটের বাসিন্দা অবিনাশ বি কম চূড়ান্ত বর্ষের ছাত্র ছিলেন। পাশাপাশি হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে ই এম বাইপাসের এক ইনস্টিটিউটে পড়ছিলেন তিনি। এ দিন সকালে সেখানে যাবেন বলেই বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। কসবা ডাকঘরের কাছে বাসের জন্য অপেক্ষা করছিলেন। পৌনে ১০টা নাগাদ ১৮বি/১ রুটের একটি বাস সেখানে আসে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বাসটি রাস্তার প্রায় মাঝখানে দাঁড়িয়েছিল। অবিনাশ তাতে উঠতে যান। ঠিক সেই সময়ে ৩সি/১ রুটের একটি বাস বাঁ দিক থেকে ১৮বি/১ রুটের বাসটিকে ওভারটেক করতে যায়। দুই বাসের মাঝে পিষে যান অবিনাশ। তার পরে রাস্তায় পড়ে যান। তাঁকে উদ্ধার করে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

এ দিনের এই ঘটনার পরে ফের শহরের বুকে বাসের রেষারেষি নিয়ে প্রশ্ন উঠেছে। শুধু রেষারেষি নয়, বাসচালক এবং কন্ডাক্টরের দায়িত্বজ্ঞানহীনতার বিষয়টিও সামনে এসেছে। কী কারণে চালক রাস্তার মাঝখানে বাস থামিয়ে যাত্রী তুলছিলেন, সে প্রশ্নও উঠেছে।

Advertisement

তবে এই ঘটনা যে নতুন কিছু নয়, তা জানাচ্ছেন নিত্যযাত্রীদের অনেকেই। রোজই শহরের বিভিন্ন এলাকায় এই দৃশ্য দেখা যায়। যার জেরে ছোটখাটো অনেক দুর্ঘটনাও ঘটে। সোমবার বাসচালকের সেই দায়িত্বজ্ঞানহীন কাজের জন্যই অবিনাশের প্রাণ গেল বলে মনে করছেন প্রত্যক্ষদর্শীরা। তাঁরা অবশ্য এ-ও জানান, ওই ভাবে ঝুঁকি নিয়ে বাসে উঠতে যাওয়াটা অবিনাশেরও ঠিক হয়নি। পুলিশ দু’টি বাসকেই চালক-সহ আটক করেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement