Youth Murder

মদের আসরে বচসা, বন্ধুর হাতে প্রাণ গেল যুবকের, বাঁশদ্রোণীতে গ্রেফতার অভিযুক্ত

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে মদের আসরে দু’জনের মধ্যে বচসা বাধে। ক্রমশ তা গড়ায় মারামারিতে। অভিযোগ, তখনই কৌশিক ছুরি মারেন প্রসেনজিৎকে। হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ মে ২০২৩ ১১:৫৫
Share:

বাঁশদ্রোণীতে মদের আসরে যুবক খুন। — প্রতীকী ছবি।

মদের আসরে বচসা থেকে হাতাহাতি। দক্ষিণ কলকাতার বাঁশদ্রোণীতে প্রাণ গেল এক যুবকের। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে। পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাতে বাঁশদ্রোণীর দীনেশ নগর এলাকায় আরও কয়েক জনের সঙ্গে বসে মদ্যপান করছিলেন প্রসেনজিৎ এবং কৌশিক। সেই আসরেই প্রসেনজিতের সঙ্গে কৌশিকের কোনও বিষয়ে বচসা বাধে। তা ক্রমশ হাতাহাতিতে গড়ায়। অভিযোগ, সেই সময়ই মত্ত অবস্থায় প্রসেনজিতের শরীরে ছুরি মারেন কৌশিক। রক্তাক্ত অবস্থায় প্রসেনজিৎকে নিকটবর্তী সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁর মৃত্যু হয়।

পুলিশ অভিযুক্ত কৌশিককে গ্রেফতার করেছে। জানা গিয়েছে, মৃত এবং অভিযুক্ত— দু’জনেই টালিগঞ্জ স্টুডিয়ো পাড়ায় ছোটখাটো কাজকর্ম করতেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement